Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মেসি ম্যাজিকে বুঁদ থেকে ফুটবল বিশ্ব। বিশ্বকাপ জয়ের মাধ্যমে হয়েছে স্বপ্নপূরণ (Lionel Messi)। আর্জেন্টিনা তারকা কি তবে দেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন?
জোড়া গোলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কৃতিত্বে ভাগ (Lionel Messi)
অনেকের মতে মেসি আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন। আর সেই কারণেই গত ম্যাচে মাঠে ভিড় জমিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। মেসি তার তিন ছেলের সাথে মাঠে নামেন এবং আবেগঘন দেখায় তাকে (Lionel Messi)।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ‘এলএম১০’-এর জোড়া গোলে ভর করে ভেনিজুয়েলাকে ৩-০ গোলে হারাল আর্জেন্তিনা। ম্যাচের শেষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে মেসি তার প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ জানিয়ে পোস্ট করেন।

মেসির সেই সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিল বলেই মনে করছেন তার সমর্থকরা। তিনি সেই পোস্টে লেখেন ‘এক বিশেষ রাত্রি যার অনুভূতি ব্যক্ত করার জন্য আমার কাছে কোনও ভাষা নেই। সকলকে আমাদের ভালাবাসা ও সমর্থন করার জন্য মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’ সাথে লিও আরও লেখেন ‘ভবিষ্যতে কী হতে চলেছে এবং কী হবে, সেটা শুধুই ঈশ্বরই জানেন। লেটস গো আর্জেন্তিনা।’
আরও পড়ুন: Netweb Tech Stock: পাঁচ দিনে লাফ এই শেয়ারের, লগ্নির বাজি কি এবার AI?
মেসির এই পোস্ট এবং ম্যাচে যেন বিদায়ের সুর বাজছিল। আর সেই সুরে নিজেকে আরও একবার ছন্দে বাঁদছিলেন লিও। ফুটবলপ্রেমীদের উপহার দিলেন আরও একটা অসাধারণ ম্যাচ। তার পায়ের জাদুতে মেতে উঠেছিল সকলে। সেই ম্যাচের নিজের তিন ছেলেকে নিয়ে মাঠে নামতে দেখা গেছে মেসিকে। সেদিন ম্যাচ উত্তেজনার পাশাপাশি ছিল আবেগ। কিন্তু সেই আবেগকে নিজের খেলায় পড়তে দেন নি, তিনি খেললেন নিজের স্বমহিমায় (Lionel Messi)।

মেসির পায়ে সেদিন ম্যাচে এসেছে জোড়া গোল। এই জোড়া গোলেই ভর করে আবার তিনি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আরও এক কৃতিত্বে ভাগ বসালেন লিও। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এটি মেসির ৩৫ ও ৩৬তম গোল ছিল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গোলের নিরিখে এখন তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বাধিক গোলদাতার স্থানে। ম্যাচে লাউতারো মার্তিনেজ আর্জেন্তিনার হয়ে অপর গোলটি করেন (Lionel Messi)।