Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সেপ্টেম্বর মাসেই ঘরের মাঠে হতে চলেছে আন্তর্জাতিক ম্যাচ (Lionel Messi)। তারপরেই কি খেলা থেকে অবসর নিতে চলেছেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার? জল্পনা বাড়িয়েছে তার সাম্প্রতিক বক্তব্য।
অবসরের ইঙ্গিত তারকা ফুটবলারের (Lionel Messi)
মেসি ম্যাজিকে মেতে আছে গোটা বিশ্ব। তিনি যখন বল পায়ে বিপক্ষের জলের দিকে এগিয়ে যান গোটা গ্যালারি তখন ফেটে পড়ে উন্মাদনায় (Lionel Messi)। এবার তারই এক বক্তব্য ঘিরে তৈরি হচ্ছে অবসর জল্পনা। তবে কি সেপ্টেম্বর মাসেই শেষবার মেসিকে দেখা যাবে বল পায়ে মাঠে নামতে?
আগামী ৪ সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নামবে মেসির দল। ওই ম্যাচকে ঘিরেই বাড়ছে জল্পনা। ঘরের মাঠে আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচ হতে চলেছে এমনটাই মনে করছে তার ভক্তরা (Lionel Messi)।
লিগস কাপের ফাইনালে ওঠার পর এক সাক্ষাৎকারে মেসি জানান, ‘ওই ম্যাচটা খুব স্পেশাল হতে চলেছে। কারণ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ওটা।’ মেসি সেই সাক্ষাৎকারে আরও বলেছেন, ‘জানি না ওই ম্যাচের পর আর কোনও ফ্রেন্ডলি বা অন্য কোনও খেলা হবে কিনা। তাই ভেনেজুয়েলা ম্যাচ খুবই স্পেশাল হতে চলেছে।’

মেসি জানান সেই দিন তার পুরো পরিবার থাকবে তার সঙ্গে। স্ত্রী, সন্তান, বাবা, মা, ভাইবোন, আত্মীয়রাও যতজন সম্ভব থাকবেন সেই দিন মাঠে। একসঙ্গে ওই ম্যাচের সাক্ষী থাকতে চলেছে সকলে। মেসি বলেন তারপর কী হতে চলেছে সেটা জানা নেই আর এলএমটেনের এই মন্তব্যের পরেই জল্পনা বাড়ছে যে ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে হয়তো আর ম্যাচ খেলতে দেখা যাবে না মেসিকে। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পরের বিশ্বকাপ খেলেই হয়তো ফুটবলকে বিদায় জানাবেন তিনি (Lionel Messi)।
আরও পড়ুন : Trump Call To Modi : কেন ট্রাম্পের ফোন তোলেননি প্রধানমন্ত্রী মোদি?
একদিকে যেমন তাকে ঘিরে চলছে অবসর জল্পনা তেমনই আবার অন্যদিকে ডিসেম্বরে মেসি ম্যাজিকে মাততে চলেছে ভারত। ইতিমধ্যেই সেই সূচি মোটামুটি চূড়ান্ত। তার আগে ভারতে আসছে গোটা আর্জেন্টিনা দল। কেরলে খেলতে আসছে আর্জেন্টিনা।আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের তরফে জানান হয়েছে যে আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে কেরলে একটি প্রীতি ম্যাচ খেলবেন তারা। অবশ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে করা থাকছে সেই বিষয়ে এখনও চূড়ান্ত ভাবে কিছু জানা যায় নি (Lionel Messi)।
ডিসেম্বরে যে মেসি ফের ভারতে আসছেন তাতে কোনও সংশয় নেই। তবে ডিসেম্বরের সফরে অবশ্য মেসির কোনও ম্যাচ খেলার কথা নেই। কলকাতা, আমেদাবাদ, দিল্লি, মুম্বইয়ে একাধিক ইভেন্টে অংশ নিতে দেখা যাবে তাকে (Lionel Messi)।