Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঠোঁটের সৌন্দর্য নিয়ে খুব একটা ভাবা হয় না (Lip Care)। অথচ ঠোঁটের সৌন্দর্যেই লুকিয়ে থাকে মুখের আকর্ষণ। দামি লিপস্টিক, লিপগ্লস দিয়েও ঠোঁটের কালচে দাগ পুরোপুরি ঢাকা যায় না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব সস্তা প্রসাধনী ব্যবহার করলে ঠোঁটে কালো দাগ বসে যেতে পারে। আবার ঠোঁট শুষ্ক হয়ে পড়লেও রঙ ফিকে হয়ে যায়। এ ছাড়াও অতিরিক্ত চা বা কফি খাওয়ার অভ্যাসেও ঠোঁটের প্রাকৃতিক লালচে আভা হারিয়ে যায়।
ভ্যানিশ সমস্ত দাগ! (Lip Care)

মধু (Lip Care)
ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে মধুর কোনও বিকল্প নেই। ব্যবহার পদ্ধতি খুব সহজ একটু মধু সরাসরি ঠোঁটে মেখে ১৫ মিনিট রেখে দিন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন করলে ধীরে ধীরে ঠোঁট উজ্জ্বল হয়ে উঠবে।
নারকেল তেল (Lip Care)
ঠোঁট ফাটার মূল কারণ হল শুষ্কতা। শুষ্ক ঠোঁটে খুব দ্রুত কালচে দাগ পড়ে যায়। নিয়মিত নারকেল তেল মাখলে ঠোঁট মসৃণ ও আর্দ্র থাকে। এতে শুধু ঠোঁটের স্বাভাবিক রঙই বজায় থাকবে না, বরং ঠোঁট নরমও হবে।
শসার রস (Lip Care)
চোখের নিচের ডার্ক সার্কল কমাতে শসার রস কতটা কার্যকর, তা সবারই জানা। একভাবে শসার রস ঠোঁটের কালো ছোপ হালকা করতেও দারুণ কাজ দেয়। প্রতিদিন টাটকা শসা কুরিয়ে তার রস বার করে ঠোঁটে লাগান। ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। কয়েক দিনেই পার্থক্য বোঝা যাবে।
বিটের রস

ঠোঁটে লালচে, গোলাপি আভা চাইলে বিটের জুড়ি মেলা ভার। বিট শুধু রঙই আনে না, ঠোঁটকে আর্দ্র রাখতেও সাহায্য করে। অর্ধেক বিট কুরিয়ে রস বের করে তুলোয় ভিজিয়ে ঠোঁটে লাগিয়ে দিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চাইলে রাতে লাগিয়ে সারা রাতও রাখতে পারেন। এতে ঠোঁটে প্রাকৃতিক আভা আসবে।
অ্যালোভেরা (Lip Care)

ঠোঁট ফেটে গেলে, ছাল উঠলে কিংবা দাগ পড়লে অ্যালোভেরা একাই সমাধান করতে পারে। গাছ থেকে টাটকা অ্যালোভেরা পাতা কেটে তার ভেতরের শাঁস বার করে ঠোঁটে লাগান। না হলে দোকান থেকে ভালো মানের অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট নরম থাকবে, কালো দাগও ধীরে ধীরে মিলিয়ে যাবে।
আরও পড়ুন: Joto Kando Kolkatatei: নিজের ছবির অনুষ্ঠানেই অনুপস্থিত আবির, বিস্ফোরক পরিচালক-প্রযোজক!
এক্সটা যত্ন নিতে চান? (Lip Care)
- প্রচুর জল খান। শরীরে জলের অভাব হলে ঠোঁট শুকিয়ে যায়।
- চা–কফির বদলে বেশি করে ফল খান।
- লিপস্টিক বা লিপগ্লস কেনার সময় মানের দিকে নজর দিন।
- রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ঠোঁটে কোনও ময়েশ্চারাইজার বা তেল লাগান।