ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নয়ডায় মদের দোকানগুলো ‘বাই ১ গেট ১ ফ্রি’ (Liquor Stores in Noida) অফার ঘোষণা করার পর, মানুষজনের অ্যালকোহল কেনার জন্য ভিড় উপচে পড়েছে।
মদের দোকানে বিশাল ভিড় (Liquor Stores in Noida)
এই উদ্যোগটি নতুন এক্সাইজ নীতি কার্যকর হবার আগে এসেছে, যা ১ এপ্রিল থেকে কার্যকর (Liquor Stores in Noida) হবে। শহরের বিভিন্ন মদ দোকানে বিশাল ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই কার্টন এবং বাক্স ভর্তি করে মদ কিনছেন।
লাইনে দাঁড়িয়ে কিনছেন মদ
সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে, গ্রাহকরা এই অফারের সময় লাইনে দাঁড়িয়ে মদ কিনছেন। ভিডিওগুলোতে দেখা যায়, বহু পুরুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন এবং একটি ভিডিওতে একজন মানুষ বিশাল একটি বাক্স নিয়ে দোকান থেকে বের হচ্ছেন। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রায় ১০০০ জন মানুষ দোকানে মদ কিনতে এসেছিলেন।
আরও পড়ুন: Muzaffarnagar: কফিতে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা স্বামীকে, পরকীয়ার জের?

কেন এই অফার?
একজন ক্রেতা জানিয়েছেন, “দিল্লিতে এই অফার নেই। এসব দোকানের লাইসেন্স শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই তারা ক্লিয়ারেন্স সেলে আছে। আমি ১০০ পাইপার্সের ২৯টি কোয়ার্টার এবং কয়েকটি রয়্যাল স্ট্যাগ কিনেছি।” তিনি আরও জানান, তিনি দিল্লি থেকে নয়ডার সেক্টর ১৮ পর্যন্ত মদ কিনতে গিয়েছিলেন।