Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনের মেইন লাইনে (Local Train Cancel) ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কারণে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর রাত থেকে) একাধিক লোকাল ট্রেনের চলাচল নিয়ন্ত্রণে আনা হচ্ছে। বিশেষ করে রাতের ট্রেনে যাতায়াতকারীদের সমস্যায় পড়তে হতে পারে।
রাত সাড়ে ১১টা থেকে বিধাননগর রোড ও শিয়ালদহ স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে। এর ফলে বেশ কয়েকটি ট্রেন বাতিল রাখা হয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলি (Local Train Cancel)
- ৩২২৪৯ আপ শিয়ালদহ–ডানকুনি লোকাল
- ৩২২৫২ ডাউন ডানকুনি–শিয়ালদহ লোকাল
- ৩১৪৪৭ আপ শিয়ালদহ–নৈহাটি লোকাল
- ৩১৪৫০ ডাউন নৈহাটি–শিয়ালদহ লোকাল
এছাড়া মঙ্গলবার ৩১৫৪২ ডাউন শান্তিপুর–শিয়ালদহ লোকাল ব্যারাকপুর পর্যন্ত চলবে। অর্থাৎ এই ট্রেন ওই দিন শিয়ালদহ পর্যন্ত যাবে না, ব্যারাকপুরেই যাত্রা শেষ হবে। আবার বুধবার (১০ সেপ্টেম্বর) ৩১৫১১ আপ শিয়ালদহ–শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করবে।

কোন লাইনে ট্র্যাফিক ব্লক (Local Train Cancel)
শুধু শিয়ালদহ নয়, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল–কাটোয়া শাখাতেও ট্রেন চলাচলে প্রভাব পড়তে চলেছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে,
ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ব্যান্ডেল–কাটোয়া শাখার নবদ্বীপ ধাম ও পূর্বস্থলী স্টেশনের মধ্যে আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) এবং ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) প্রতিদিন তিন ঘণ্টা করে ট্র্যাফিক ব্লক নেওয়া হবে।

দু’দিন বাতিল থাকবে (Local Train Cancel)
- ৩৭৭৪১ ব্যান্ডেল–কাটোয়া লোকাল
- ৩৭৭৪২ কাটোয়া–ব্যান্ডেল লোকাল
আরও পড়ুন: Durga Puja 2025: পুজোর আনন্দে ভাটা? দুর্ঘটনা ঠেকাতে কড়াকড়ি!

যাত্রীদের জন্য সতর্কবার্তা (Local Train Cancel)
রেল দপ্তরের পক্ষ থেকে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, যাত্রার আগে ট্রেনের বর্তমান সময়সূচি জেনে নেওয়ার। বিশেষত যারা ডানকুনি, নৈহাটি, শান্তিপুর, ব্যান্ডেল বা কাটোয়া লাইনে নিয়মিত যাতায়াত করেন, তাঁদের বিকল্প ব্যবস্থা রাখতে বলা হয়েছে।