ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেহালার সরশুনায় বেহাল নিকাশি। অভিযোগ, এক বছর ধরে রাস্তার উপরে হাঁটু সমান জল (Waterlogged)। চরম দুর্ভোগে স্কুল পড়ুয়া থেকে গাড়ি চালক সকলেই। এবার প্রতিবাদে রাস্তায় বাঁশ বেঁধে বিক্ষোভে সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে চলছে বিক্ষোভ ও অবরোধ। ঘটনাস্থলে সরশুনা থানার পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার কলকাতা কর্পোশনের ১২৭ নম্বর ওয়ার্ডের সোনামুখী চৌমাথা বাজার থেকে মোহনের দোকান পর্যন্ত রাস্তার বেহালদশা। জমে রয়েছে হাঁটু সমান জল (Waterlogged)। নোংরা জল ঘেঁটে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। চরম দুর্ভোগে গাড়ি চালক থেকে সাধারণ বাসিন্দারা। নিত্যদিনই ঘটছে ছোট থেকে বড় দুর্ঘটনা। ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এবার প্রতিবাদে বিক্ষোভের পথ বেছে নিল এলাকার বাসিন্দারা। সকাল থেকে প্রতিবাদে সরশুনা সোনামুখী লিঙ্ক রোডে রাস্তায় বাঁশ বেঁধে চলছে বিক্ষোভ ও অবরোধ। ঘটনাস্থলে সরশুনা থানার পুলিশ পৌঁছালে পুলিশকেও ঘিরে চলে বিক্ষোভ।
আরও পড়ুন: যৌন নির্যাতনের যন্ত্রণায় জেরবার বাংলা! প্রশ্নের মুখে নারী নিরাপত্তা
স্থানীয়দের আরও অভিযোগ দীর্ঘ এক বছর পার রাস্তার বেহাল দশা। কাউন্সিলরকে জানিয়েও কোনও লাভ হয়নি। চরম দুর্ভোগে সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া ও গাড়ি চালকরা। নিত্যদিনই ঘটছে ছোট থেকে বড় দুর্ঘটনা। রাস্তার ধারে রয়েছে হাই স্কুল। ওই নোংরা জল (Waterlogged) ঘেঁটে পড়ুয়াদের হচ্ছে বিভিন্ন রোগ।
নিকাশী নালার বেহাল অবস্থার কারণে ড্রেনের নোংরা জল রাস্তার উপরে উঠে এসেছে। ফলে নোংরা জল ঘেঁটেই স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। স্থানীয়রা একত্রিত হয়ে বেহাল নিকাশির প্রতিবাদে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ এলেও নেই ওয়ার্ডের কাউন্সিলরের দেখা। যতক্ষণ না কাউন্সিলর নিজে এসে আশ্বাস দেবে ততক্ষণ চলবে এই অবরোধ, দাবি স্থানীয় বাসিন্দাদের।