ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লক্ষ্মীবারে বুল রানের আবির্ভাব ঘটল দালাল স্ট্রিটে (Sensex)। বৃহস্পতিবার সেনসেক্স ১২০০ পয়েন্টের বেশি লম্বা লাফ দিয়েছে। অন্যদিকে, নিফটি৫০, ৩৯৫.৬০ পয়েন্ট লাভের মুখ দেখেছে। শেয়ার বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, গত কয়েকদিন ধরে ভারতের শেয়ার বাজার খানিকটা ওঠানামা করছিল। তবে সেখান থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তাই সেদিক থেকে দেখতে হলে বাজার খানিকটা ভাল পরিস্থিতির মুখ দেখেছে। ফলে চওড়া হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে।
সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং (Sensex)
বৃহস্পতিবার সকালে বাজার খুলেছিল লালে। মূল সূচকগুলির গ্রাফ ছিল নিম্নমুখী (Sensex)। আজ সকাল ৯ টা ১৬ নাগাদ নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১০৮.৮০ পয়েন্ট কমে যায়। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও ৩৮ পয়েন্ট নিম্নগামী হয়। কিন্তু বেলা বাড়তেই লাফিয়ে বাড়তে শুরু করে স্টক এক্সচেঞ্জের সূচকগুলির গ্রাফ। দিনের শেষে ১২০০ পয়েন্ট উঠে ৮২,৫৩০.৭৪ অঙ্কে পৌঁছে গিয়েছে সেনসেক্স। যা সাত মাসে সর্বোচ্চ। এই সাত মাসের মধ্যে প্রথমবার ২৫ হাজারের ঘরে উঠে গিয়েছে সূচক নিফ্টি৫০-ও। ৩৯৫.২০ এগিয়ে নিফটি থেমেছে ২৫,০৬২.১০ পয়েন্টে।
স্টক (Sensex)
এদিন টাটা মোটরস সবথেকে বেশি লাভের মুখ দেখেছে (Sensex)। তারা ৪.১৬ শতাংশ বেশি লাভ দেখেছে। অন্যদিকে, এইচসিএল টেক লাফিয়েছে ৩.৫৬ শতাংশ। আদানি পোর্ট এদিন ফের উপরের দিকে থেকেই দিন শেষ করেছে। তারা ২.৬০ শতাংশ লাভ রেখেছে। অভ্যন্তরীন রপ্তানির ক্ষেত্রে ২.৩৬ শতাংশ বেড়েছে। মারুতি সুজুকি দেশের সেরা পাঁচটি লাভজনক সংস্থার মধ্যে ছিল। তারা লাভ করেছে ২.১৭ শতাংশ। ট্রেডে সেক্টরগুলির মধ্যে অধিকাংশের সূচকই ছিল গ্রিনজোনে। সেগুলি হল নিফটি মেটাল, নিফটি মিডিয়া, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, এবং নিফটি কনজিউমার ডিউরেবলসের সূচক। বৃহস্পতিবার একমাত্র ইন্ডাসইন্ড ব্যাঙ্কের স্টক নেতিবাচক দিকে ছিল। তারা ০.১৬ শতাংশ নিচের দিক থেকে শেষ করে। সেনসেক্সের বাকি প্রায় সব শেয়ারই সবুজ সঙ্কেত দিয়েছে। ফলে দিনের শেষে চওড়া হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে।
আরও পড়ুন: Sensex: রেকর্ড উত্থানের পরে ব্যাপক পতন! সেনসেক্স ১০০০ পয়েন্ট কমতেই হাহাকার বিনিয়োগকারীদের
বিনিয়োগকারীদের আয় (Sensex)
পরিসংখ্যান বলছে, এদিনের সেশনে প্রায় ৫ লক্ষ কোটি টাকা আয় হয়েছে বিনিয়োগকারীদের। যার জেরে বিএসই-র আওতাধীন সংস্থাগুলির মূলধন বেড়ে হয়েছে ৪৪০ লক্ষ কোটি টাকা। এদিন এক ধাক্কায় ১৫ শতাংশেরও অধিক বৃদ্ধি পেয়েছে বেশ কিছু শেয়ার। যার মধ্যে অন্যত্তম মোটর অ্যান্ড জেনারেল ফিনান্স, ইনটেন্স টেকনোলজি, রুদ্রাভিষেক এন্টারপ্রাইজ ও কির্লোস্কার ওয়েল ইঞ্জিন।
আরও পড়ুন: Sensex: ২২০০ পয়েন্টের বুল রান! ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর দুরন্ত গতি শেয়ার বাজারে
বিশেষজ্ঞদের মতামত (Sensex)
আমেরিকা এবং চিন একে অপরের পারস্পরিক শুল্কের হার ৯০ দিনের জন্য কমিয়ে দেওয়ার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে।আন্তর্জাতিক বাজারগুলি ইতিমধ্যেই বাণিজ্য চুক্তিকে সহ্য করে নিয়েছে। এর ফলে বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। তবে, বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-চিনের নতুন চুক্তি বর্তমান পরিস্থিতির খুব বেশি পরিবর্তন করতে পারেনি। তবে সেখান থেকে বৃহস্পতিবার বাজারের এই উত্থান অনেকটাই স্বস্তি দিয়েছে বিনিয়োগকারীদের।