ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সরকারি হাসপাতালে বেডের অভাব। শেষ পর্যন্ত ৫ ঘন্টা অ্যাম্বুল্যান্সে থাকার পর ধর্ষিতা দলিত নাবালিকার মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে বিহারে(Minor Girl)।তবে নির্যাতিতার পরিবারের এই অভিযোগ অস্বীকার করেছেন পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।আর এই ঘটনার জেরে উত্তপ্ত নীতিশ কুমারের রাজ্য ৷ বিহারের রাস্তায় রাস্তায় চলছে কংগ্রেসের বিক্ষোভ ৷
ঘটনার বিবরণ (Minor Girl)
জানা গেছে, গত ২৬ মে বিহারের মুজাফ্ফরপুরে নিজের গ্রামে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী(Minor Girl)।খাবারের প্রলোভন দেখিয়ে ভুট্টা খেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের পরে ছুরি দিয়ে গলা কাটা হয় নাবালিকার। সন্ধ্যায় একটি পুকুরের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।এরপরেই তাকে দ্রুত মুজাফফরপুরের শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু অবস্থার অবনতি হলে পরে তাকে পাটনা সরকারি হাসপাতালে রেফার করা হয়। সেই মতো শনিবার ওই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ, হাসপাতালে বেড না থাকায়, অ্যাম্বুল্যান্সে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। পরদিন, রবিবার মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হয়েছে ওই নাবালিকার।

হাসপাতালের অভিযোগ অস্বীকার (Minor Girl)
যদিও নাবালিকার পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ অভিজিৎ সিং(Minor Girl)। তিনি জানিয়েছেন, গলা ও শরীরে আঘাত নিয়ে কিশোরীকে প্রথমে মুজাফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তার পর আনা হয়েছিল পাটনায়।তিনি জানান, ‘অ্যাম্বুল্যান্সেই চিকিৎসা শুরু হয়। তারপর নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। চিকিৎসকরা রাতভর তাঁর চিকিৎসা করেন।’ তিনি আরও বলেন, ‘এই ধরনের ঘটনা ঘটলে পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতির অভিযোগই তোলে। কিন্তু আমরা ওই নাবালিকার চিকিৎসা করেছি।’
আরও পড়ুন- Anna University: বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নির্যাতন! বিরিয়ানি বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড
পুলিশের পদক্ষেপ (Minor Girl)
অন্যদিকে, ২৬ মে রাতেই ধর্ষণ ও খুনে অভিযুক্ত রোহিত কুমার সানিকে গ্রেফতার করেছে পুলিশ(Minor Girl)। মুজাফফরপুরের এসপি বলেন, ‘ধৃতের বিরুদ্ধে আগেও এই ধরনের অভিযোগ উঠেছে। ঘটনার রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের পর ছুরি দিয়ে ওই নাবালিকার বুকে ও গলায় আঘাত করা হয়েছিল। এমনকী ভোকাল কড ক্ষতিগ্রস্ত হওয়ায় কথা পারছিল না নির্যাতিতা। মহিলা থানার আধিকারিক অদিতি কুমারী বলেন, ‘একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’

আরও পড়ুন- PM Modi: কানাডায় জি ৭ সম্মেলনে নাও যেতে পারেন প্রধানমন্ত্রী; রিপোর্ট
বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি (Minor Girl)
এদিকে, এই মর্মান্তিক ঘটনায় বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে(Minor Girl)।লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ‘কিশোরীর উপর যে নির্মম অত্যাচার এবং তার চিকিৎসায় অবহেলা করা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। যদি তাকে সময়মতো চিকিৎসা দেওয়া যেত, তাহলে তাকে বাঁচানো যেত। কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করা তো দূরের কথা, ডাবল ইঞ্জিন সরকার তার জীবন বাঁচাতে অবহেলা করেছে। কংগ্রেসের রাজ্য সভাপতি রাজেশ রাম বলেন, ‘এই ঘটনায় আমরা দুঃখিত। দলিত পরিবারের ওই মেয়েকে প্রথমে ধর্ষণ করা হয়, তারপর বুকে ২০ থেকে ২২ বার ছুরিকাঘাত করা হয় ৷ অভিযুক্ত এখানেই থেমে থাকেনি, পরে মেয়টির গলাও কেটে ফেলে ৷ এত বড় ঘটনার পর মুজাফফরপুর প্রশাসন বিষয়টি চেপে রাখে, কারণ প্রধানমন্ত্রীর বিহার সফর (দু’দিনের) ছিল ৷’
