ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রত্যেক সন্তানের কাছে মা শব্দটা বলতে এক অন্য জগৎ (Lopamudra Mitra)। পৃথিবীতে একমাত্র আপন বলতে মা। মা ছাড়া দুনিয়াটা অন্ধকার। যেখানে মা নেই, সেখানে খুবই একা ও নিজেদেরকে নিঃস্ব বলে মনে হয়। ২০২৫ এ আন্তর্জাতিক মাতৃ দিবস (International Mother’s Day) ছিল ১১ মে । এমনই একদিনে মায়ের পুরানো ছবি শেয়ার করে, স্মৃতিচারণায় ভাসলেন শিল্পী লোপামুদ্রা মিত্র(Lopamudra Mitra)। শেয়ার করে নিলেন অনেক কথা।
মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা (Lopamudra Mitra)
শিল্পী লোপামুদ্রা (Lopamudra Mitra) সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে এক পোস্ট করেন। তিনি লেখেন,
“মায়ের সাথে এই একখানা ছবি পেলাম । তাও ভাগ্যিস দিদির কাছে ছিল। গুছিয়ে চলা আমার কোনও দিনই ধাতে নেই। গোছাতে শিখিনি, মা। তুমিই শিখিয়েছো, যা পাব, তা ভাগ করে নিতে সকলের সাথে। সেদিকে খেয়াল রেখেছি বেশি। নিজেরটা গোছানোর আগে আমার সঙ্গী -সাথীরা কি রাখতে পারল, সেদিকে খেয়াল করেছি বেশি। তুমি বলতে আগলে রাখতে। তাই তো চেষ্টা করেছি, মা।”
তিনি আরও লেখেন, “কাউকে ছেড়ে দিতে চাইনি তো!! বরং, বিশ্বাস নিয়ে বলতে চেয়েছি, যেতে চাইলে যেতে দেব না। বিশ্বাস, তোমার আর জেঠুর কাছে বারবার এই শব্দ শুনেছি, শুনতে শুনতে কখন যে মজ্জায় মজ্জায় বিশ্বাসটা অন্ধ হয়ে যায়, বুঝতে শিখিনি। সব শিখিয়ে গেছো কিন্তু তুমি। তবুও আরও অনেক শেখা বাকি রয়ে গেছে, মা। আর কটা দিন থেকে গেলে পারতে , মা। আমাকে আর একটু গুছিয়ে দিয়ে যেতে পারতে।”
মায়ের কাছে শেখা (Lopamudra Mitra)
লোপামুদ্রা (Lopamudra Mitra) বলতে চেয়েছেন, তাঁর মায়ের কাছ থেকে অন্যকে ভালোবেসে আগলে রাখা তিনি শিখেছেন । বিশ্বাসকে ধরে রাখা । সাথে যেটাই পাওনা কেন, সকলের সাথে ভাগ করে নেওয়া। অর্থাৎ সকলকে আগলে রেখে এগিয়ে চলা। তাই তিনি শেষে আক্ষেপ করেছেন । যদি মা আর কিছুদিন তাঁর সাথে থেকে যেতে পারত, তাহলে মা হয়ত আরও একটু গুছিয়ে দিয়ে যেতে পারতো তাঁকে।
আরও পড়ুন: Tathagata-Alokbarsha: প্রথমবার প্রেমিকাকে নিয়ে মিডিয়ায় তথাগত, শেয়ার করলেন প্রেমে পড়ার সিক্রেট
স্মৃতিকাতর অনুরাগীরা
শিল্পী লোপামুদ্রার এহেন পোস্ট দেখে বহু অনুরাগীর মন ভারাক্রান্ত। যাদের মা নেই তাদের অনেকেই নিজেদের স্মৃতি হাতড়ালেন। লোপামুদ্রার(Lopamudra Mitra)মায়ের প্রতি এমন শ্রদ্ধা ও ভালোবাসা দেখে অনেক অনুরাগীরা তাদের নিজেদের মতো করে মত প্রকাশ করেছেন। এক অনুরাগী বলেন,” অসাধারণ অকপট মাতৃ বন্দনা , মন ছুঁয়ে গেল, শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকবেন।” আবার আর এক অনুরাগীরা বলেন,”উনি যেখানেই থাকুন ভালো থাকুন, আপনার উপর আশীর্বাদ সব সময় আছে”। কেউ বলেন,”তোমার মাকে নিয়ে এত সহজ সরল লেখাটা মনে দাগ কেটে গেল”।
আরও পড়ুন: Sritama Bhattacharjee: জীবনে নেই বন্ধু, জন্মদিনে বৃদ্ধাশ্রমে শ্রীতমা! অফসোস অভিনেত্রীর
বছরের প্রত্যেকটা দিনই মাতৃ দিবস
সঙ্গীত শিল্পী লোপামুদ্রা আন্তর্জাতিক মাতৃ দিবসে মায়ের পুরনো ছবি শেয়ার করেছেন। আগাগোড়া তিনি খুব একটা গোছানো নয় ,এমনটাই মত শিল্পীর। মায়ের পুরানো ছবিটি পেয়েছেন তাঁর দিদির কাছ থেকে। আর সেই ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন। আসলে মা আমাদের কাছে কতটা হৃদয় জুড়ে থাকে তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র আন্তর্জাতিক মাতৃ দিবস বলেই নয়, মাতৃ দিবসের আলাদা কোনও দিন হতেই পারে না । বছরের প্রত্যেকটি দিনই মাতৃ দিবস। পৃথিবীর সকল মা যেন সুস্থ থাকে, ভালো থাকে ।