ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাত্র চার দিন আগে, শনিবার লর্ডসে অস্ট্রেলিয়াকে প্রাথমিকভাবে অনুশীলনের অনুমতি দেওয়া হয়নি (Lords Practice Row)। অস্ট্রেলিয়ান মিডিয়া জানিয়েছে যে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলকে একই দিনে ভেন্যুতে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছিল।
WTC ফাইনালের আগে অনুশীলন নিয়ে ধোঁয়াশা (Lords Practice Row)
আগামী ১২ জুন শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল। তার ঠিক চার দিন আগে, ৮ জুন শনিবার অস্ট্রেলিয়া দল লর্ডস মাঠে অনুশীলনের অনুমতি চেয়ে প্রত্যাখ্যাত হয় (Lords Practice Row)। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলকে তিন ঘণ্টা গাড়ি করে ঘুরে বিকল্প অনুশীলন মাঠ খুঁজে বের করতে হয়। পরে জানা যায়, সেই দিন লর্ডসের অনুশীলন সুবিধা ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে।
লর্ডসে অনুশীলন করল ভারত, প্রশ্ন উঠল অস্ট্রেলিয়াকে না-জানানো নিয়ে (Lords Practice Row)
ভারতীয় দল, অধিনায়ক শুভমান গিল এবং কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে, ওই দিনই লর্ডসে তাদের প্রথম অনুশীলন সেশন করে (Lords Practice Row)। যদিও ভারতের ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট ২০ জুন, তাও কীভাবে তারা আগেভাগে লর্ডসে অনুশীলন করার সুযোগ পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভারত আগেভাগে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে নিজেদের খাপ খাওয়ানোর জন্য। সামনে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। এর আগে ১৩-১৬ জুন বেকেনহ্যামে একটি ইনট্রা-স্কোয়াড রেড-বল ম্যাচ খেলবে দল। সেই জন্যই সিনিয়র খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ, যেমন কেএল রাহুল, আগেই ইংল্যান্ডে পৌঁছে চার দিনের ম্যাচে অংশ নিচ্ছেন ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতির অংশ হিসেবে।
অস্ট্রেলিয়া অবশেষে রবিবার, ৯ জুন লর্ডসের অনুশীলন সুবিধা পায় এবং সেখানেই তাদের প্রস্তুতি শুরু করে ঐতিহাসিক এই মাঠে আসন্ন ফাইনালের জন্য।
দ্বিতীয়বারের মতো ফাইনালে অস্ট্রেলিয়া, প্রথমবার দক্ষিণ আফ্রিকা (Lords Practice Row)
ভারত এইবার ফাইনালে উঠতে পারেনি (Lords Practice Row)। তারা চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের বর্ডার-গাভাসকর সিরিজে ১-৩ ব্যবধানে হেরে যায়। অস্ট্রেলিয়া ২০২৩ সালের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়। এবার তারা নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে, প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। তাদের দলে রয়েছে একাধিক প্রতিভাবান খেলোয়াড়, যারা অস্ট্রেলিয়াকে কড়া টক্কর দিতে প্রস্তুত।
ইংল্যান্ড সফরে কঠোর প্রস্তুতিতে ভারত
ইংল্যান্ডে ভারতের এই সফর খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথমবার তারা রেড-বল সিরিজ খেলবে বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মার অবসরের পর। শুভমান গিলের নেতৃত্বে ভারতের নতুন রূপের দল গঠিত হয়েছে, যেখানে অভিজ্ঞতার সঙ্গে নতুন প্রতিভাদের মিশ্রণ ঘটেছে। ফাস্ট বোলিং বিভাগে জসপ্রীত বুমরার প্রত্যাবর্তনে শক্তি বেড়েছে। ব্যাটিং বিভাগে উঠে এসেছে একাধিক নতুন মুখ। সাই সুদর্শন প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন। করুণ নায়ার সাত বছর পর আবার জাতীয় দলে ফিরেছেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম আনঅফিসিয়াল টেস্টে তিনি দ্বিশতরান করে নজর কেড়েছেন।
আরও পড়ুন: Portugal Win Nations League 2025: জাতীয় দলের জার্সিতে তৃতীয় ট্রফি জয়, কান্নায় ভাসলেন রোনাল্ডো
কেএল রাহুল, যিনি এখন ভারত এ দলের সঙ্গে রয়েছেন, দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে শতরান ও অর্ধশতরান করেছেন। অন্যদিকে, অভিমন্যু ঈশ্বরন, যিনি আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন, তিনি দ্বিতীয় ইনিংসে ৮০ রান করে নিজের দাবিকে জোরদার করেছেন। এইভাবে ভারত একদিকে যেমন নতুন চেহারায় গড়ে উঠছে, তেমনই অন্যদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে অনুশীলন কেন্দ্র নিয়ে হওয়া বিতর্ক এক নতুন মাত্রা যোগ করল এই ইংল্যান্ড সফরে।