ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধ্বংসলীলা চলছে ক্যালিফোর্নিয়ায় (Los Angeles Wildfire) । প্রাণ বাঁচিয়ে দেশে ফিরতে মরিয়া নোরা ফাতেহি (Nora Fatehi)। বললেন, জন্মে এমন বিধ্বংসী আগুন তিনি দেখেননি। অপরদিকে বারান্দা থেকে ভিডিও শেয়ার করে আতঙ্কিত প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। চোখের সামনে জ্বলছে হলিউড। দাবানলে পুড়ে খাক প্যারিস হিলটনের বাড়ি। দাউ দাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলস।
প্রিয়াঙ্কার বাড়ির কিছুটা দূরেই ভয়াবহ অগ্নিকাণ্ড (Los Angeles Wildfire)
বিধ্বংসী দাবানলে (Los Angeles Wildfire) উদ্বিগ্ন দেশি গার্ল প্রিয়াঙ্কা। তাঁর বাড়ির কিছুটা দূরেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে। সোজা কথায়, এই পরিস্থিতিতে আতঙ্ক সর্বত্র। একাধিক হলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় এসে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া এখন নিজেও আমেরিকার বাসিন্দা। নিক জোনাসের সঙ্গে তিনি ঘরকন্না পেতেছেন বহুদিন হল। হলিউডেও বেশ নাম কুড়িয়েছেন তিনি। কিন্তু তাঁর বাংলো বাড়ির বারান্দা থেকে যে দৃশ্য ক্যামেরাবন্দি করলেন, তা দেখে শিউরে উঠছেন অনেকে।
প্রকৃতির রুদ্ররোষে একাধিক হলিউড তারকা (Los Angeles Wildfire)
হু হু করে আগুন (Los Angeles Wildfire) ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে। ইতিমধ্যেই পুড়ে খাক হয়ে গিয়েছে অন্তত হাজার খানিক বাড়ি। ঠিক এইরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে পড়েছিলেন নোরা ফাতেহি। রীতিমত প্রাণ হাতে করে পৌঁছান বিমানবন্দরে। জানালেন, সেখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। তিনি বলে বোঝাতে পারবেন না। তবে আশা করছেন, প্রত্যেকে নিরাপদে থাকবেন। শুধু আমজনতা নয় দাবানলের রুদ্ররোষে পড়েছেন একাধিক হলিউড তারকা। প্যারিস হিল্টনের মালিবুর বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এও শোনা যাচ্ছে, আগুনে পুড়ে গিয়েছে সেই বিখ্যাত হলিউড লেখা। ইতিহাস বলছে, এটাই লস অ্যাঞ্জেলসে সবথেকে ভয়ঙ্কর দাবানল।

আরও পড়ুন: Khacha: বড় পর্দায় এবার হিরো সিনেবাপ, নতুন বছরে আসছে ‘খাঁচা’
জারি জরুরি অবস্থা
ভয়াবহ অগ্নিকাণ্ডে জেরে জারি হয়েছে জরুরি অবস্থা। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। আগুন নেভানোর কাজে লাগানো হচ্ছে অবসরপ্রাপ্ত দমকল কর্মীদেরও। পাহাড়ি অঞ্চল থেকে আগুন যেন হুহু করে ঢুকে পড়ছে শহুরে এলাকাতেও। ঘনবসতিপূর্ণ এলাকা থেকে লোকজনদের সরিয়ে নেওয়া হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে আহতের সংখ্যা। প্রাণ ভয়ে প্রায় লক্ষাধিক মানুষ তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন: Puber Moyna Upcoming Episode: শেষ হয়েও, আবার শুটিং শুরু! এখনই শেষ হচ্ছে না ‘পুবের ময়না’
হলিউড সাইনে আগুন!
সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, একাধিক মার্কিন তারকা শেয়ার করছেন ভয়াবহ দাবনলের ছবি। জেমি লি কার্টিস বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। অভিনেত্রী গায়িকা ম্যান্ডি মুরের বাড়িও পুড়ে গিয়েছে। তবে এই যে বিভিন্ন ছবি ভাইরাল হচ্ছে, বিখ্যাত হলিউড সাইনে নাকি আগুন ধরে গিয়েছে। অনেকের দাবি সেই সাইনটি এখনও পোড়েনি। অক্ষত রয়েছে। তবে এটা ঠিক লস অ্যাঞ্জেলেস এখন বড় বিপদের মধ্যে রয়েছে। গত মঙ্গলবার প্রায় ১২৬২ একর জমি দাবানলে জ্বলতে শুরু করে। একে শুকনো আবহাওয়া, তার উপর প্রবল হাওয়া, দ্রুত আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।