ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহরের ফের অস্ত্র কারখানার হদিশ। শিয়ালদহ স্টেশনের কাছেই মিলল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র (Arms Recovered)। কলকাতা পুলিশের STF অভিযানে সুরেন্দ্রনাথ কলেজের কাছ থেকে উদ্ধার 7MM ও সিঙ্গল শাটার আগ্নেয়াস্ত্র। তল্লাশি চালিয়ে মিলেছে ১৫ রাউন্ট তাজা কার্তুজও। এই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ৫ জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। কী কারণে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে তাঁরা কলকাতায় এসেছিলেন, সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
তিনমাসের মধ্যে ফের শিয়ালদহ (Sealdah) থেকে অস্ত্র উদ্ধার। গ্রেফতার ৫ জন। শিয়ালদহ চত্বরে সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন্সের কাছে বৈঠকখানা রোডে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। সেখানেই অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলে। এদিকে একেবারে ঘিঞ্জি এলাকায় এই আগ্নেয়াস্ত্র এল তা নিয়ে প্রশ্ন উঠছে।
আগ্নেয়াস্ত্র উদ্ধার (Arms Recovered)
পুলিশ সূত্রে খবর, মুচিপাড়া থানার এলাকার বাড়িটি থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার (Arms Recovered) হয়েছে। ধৃত ৫ জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের কাছ থেকে একটি সেভেন এমএম সেমি অটোমেটিক এবং একটি সিঙ্গল শাটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এসটিএফ। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৫ রাউন্ট তাজা কার্তুজও মিলেছে। ধৃতরা হল শিবশঙ্কর যাদব, রাহুল যাদব, আদিত্য মৌর্য, দেবাঙ্ক গুপ্তা এবং রুকেশ সাহানি। সকলেরই বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

পুলিশের কাছে গোপন সূত্রে আসে, আগ্নেয়াস্ত্র-সহ ভিন রাজ্যের কয়েকজন যুবক শিয়ালদহ চত্বরে এসে লুকিয়ে রয়েছেন। সেই খবরের ভিত্তিতেই অভিযান চালায় এসটিএফের একটি টিম। সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করা হয়। আগ্নেয়াস্ত্র-সহ এই পাঁচজনকে হাতেনাতে ধরা হয়। ভিন রাজ্যের পাঁচ বাসিন্দা কেন শহরে এসেছিলেন? কোনওভাবে অস্ত্র পাচার করা হচ্ছিল কি না সে ব্যাপারে খোঁজ করছে পুলিশ।
ইতিমধ্যে কলকাতা পুলিশ এসটিএফ থানায় এফআইআর দায়ের হয়েছে। উত্তরপ্রদেশ থেকে আগেয়াস্ত্র নিয়ে কী উদ্দেশে পাঁছ যুবক বাংলায় এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের হেফাজতে নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
উল্লেখ্য, মাস তিনেক আগে সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকেই অস্ত্র-সহ একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। শিয়ালদহের রাজাবাজারের বাসিন্দা ইসরাইলের থেকে উদ্ধার হয়েছিল ৫টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড বুলেট (Arms Recovered)। গমগমে এলাকায় একটি সাদা ব্যাগে করে ওই ব্যক্তি বিপুল অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়েই হাতেনাতে ধরা হয় তাঁকে। অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে এসেছিল বলে পুলিশ তদন্তে জানতে পারে।