Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভালোবাসার গভীরতাও চোখে দেখা যায় না (Love Is Blind)। অনেকেই মনে করেন প্রেম অতল তার তল খুঁজে পাওয়া বোকামি। তবে একসঙ্গে জীবন কাটানোর আগে সম্পর্কের গভীরতা যাচাই করে নেওয়া জরুরি।

সঙ্গীকে বিশ্বাস করেন? (Love Is Blind)
সম্পর্ক টিকে থাকার মূল ভিত্তি হলো বিশ্বাস (Love Is Blind)। কথায় ও কাজে মিল থাকলে, এবং মনের কথা খোলাখুলি বলার পরিসর থাকলে সম্পর্ক আরও শক্তিশালী হয়।কথায় এবং কাজে মিল থাকা প্রয়োজন। তা না হলে বিশ্বাস কমতে থাকবে। শুধু মনের কথা অন্যকে খুলে বলার মতো পরিসর যদি থেকে থাকে, তা হলে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারেন।

খারাপ সময়ে পাশে থাকেন? (Love Is Blind)
ভালো সময়ে সবাই সঙ্গী হয়, কিন্তু দুঃসময়ে আসল পরীক্ষা হয়। বিপদে যদি একে-অন্যের পাশে দাঁড়াতে পারেন, মানসিক আশ্রয় হয়ে উঠতে পারেন তবে সম্পর্কের ভিত মজবুত। সঙ্গীর খারাপ সময়ে কি তাঁর পাশে ঢাল দাঁড়ান? কিংবা আপনার জীবনের খারাপ সময়ে কি সঙ্গী মানসিক ভাবে আপনাকে সাপোর্ট করেন সঙ্গী?
আরও পড়ুন: Iron Cauldron: পুরনো অভ্যাসেই ফিরবে কী স্বাস্থ্যগুন?
পরস্পরকে বোঝেন? (Love Is Blind)
অধিকাংশ সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝির কারণে। তাই প্রথমে বন্ধু হয়ে উঠতে হয়, তারপর মন বোঝা সহজ হয়। পারস্পরিক বোঝাপড়া থাকলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি।