ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘লাভ জিহাদ’ নিয়ে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে দেবেন্দ্র ফড়নবিশ সরকার। ভালোবাসার নামে ধর্মান্তকরণ। বিষয়টি যে তিনি মোটেও সহজ ভাবে নিচ্ছেন না তা ভোটের আগেই টের পেয়েছিলো মহারাষ্ট্রের জনগণ। ক্ষমতায় ফিরলে লাভ জিহাদ (Love Jihad Maharashtra) নিয়ে তিনি যে কড়া পদক্ষেপ নেবেন সে ইঙ্গিত তিনি আগেই দিয়ে রেখেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এবার তা বাস্তবায়িত করার পথে হাঁটতে চলেছে মহা ফড়নবিশ সরকার (Devendra Fadnavis)।
লিভ-ইনের ক্ষেত্রে সম্প্রতি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে উত্তরাখণ্ড সরকার। ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) বা অভিন্ন দেওয়ানি বিধি। আর এই বিধির লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক পুষ্কর সিং ধামির রাজ্যে। আর এবার পুষ্কর সিং ধামি সরকারের দেখানো পথেই হাঁটতে চলেছে মহারাষ্ট্র সরকার (Love Jihad Maharashtra)। ‘লাভ জিহাদ’ নিয়ে নয়া আইন তৈরি করার কথা ঘোষণা করে দিলো ফড়নবিশ সরকার। শুধু তাই নয়, নতুন এই আইন তৈরিতে সহায়তা করার জন্য সাত সদস্যের কমিটি গড়ার কথাও জানিয়েছে রাজ্যসরকার।
কারা থাকবেন এই কমিটিতে? :- সূত্রের খবর, মহারাষ্ট্র সরকারে নতুন এই কমিটির নেতৃত্বে থাকবেন রাজ্য পুলিশের ডিজিপি সঞ্জয় ভার্মা। এছাড়াও থাকবেন মহিলা ও শিশু কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক, আইন ও বিচার বিভাগ, সামাজিক ন্যায়বিচার, বিশেষ সহায়তা এবং স্বরাষ্ট্র দফতরের মতোন গুরুত্বপূর্ণ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। এই বিষয়ে শুক্রবার (14.02.2025) জারি করা একটি সরকারি রেজোলিউশনে (GR) বলা হয়েছে, এই কমিটির প্রধান কাজ হবে- ‘লাভ জিহাদে’র (Love Jihad Maharashtra) নামে জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং ‘লাভ জিহাদ’ সম্পর্কিত অভিযোগগুলির নিস্পত্তির ব্যবস্থার করার পরামর্শ দেওয়া। এছাড়াও অন্যান্য রাজ্যে লাভ জিহাদ বিষয়ের আইন পর্যালোচনা করবে ও আইনি সহায়তা সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে।
আরও পড়ুন:https://tribetv.in/stampede-situation-in-new-delhi-railway-station/
উল্লেখ্য, মুসলিম পুরুষদের হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে ধর্মান্তকরণের বিষয়টি সবার প্রথম প্রকাশ্যে আসে ২০২২ সালে। দিল্লি শ্রদ্ধা-আফতাব কাণ্ডের পর। লাভ জিহাদের (Love Jihad Maharashtra) নামে প্রেমিকাকে খুন করার পর টুকরো টুকরো করে কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলো প্রেমিক আফতাব। সেই নৃশংস হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পর দেশজুড়ে হইচই পড়ে যায়। সেই সময় লাভ জিহাদের বিরুদ্ধে সুরও চড়িয়ে ছিলো পদ্ম শিবির। আর তারপর এবার লাভ জিহাদ নিয়ে সরাসরি কড়া আইন আনার পথে হাঁটছে মহা সরকার। যদিও মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী দল এনসিপি (NCP)। এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের দাবি, ”প্রেম করে বিয়ে করা, বা আমি কাকে বিয়ে করব সেটা সম্পূর্ণ একজনের ব্যক্তিগত সিদ্ধান্ত।”
এখানেই না থেমে সুলে আরও বলেন, ”আমি সরকারকে (Narendra Modi) অনুরোধ করব বাস্তব বিষয়গুলোর দিকে বেশি করে নজর দিতে। প্রধানমন্ত্রী মোদি সদ্য আমেরিকা (Modi Donald Trump) সফর থেকে ফিরেছেন। ট্রাম্প সরকার নতুন শুল্ক আরোপ করেছে, যা আমাদের দেশে প্রভাব ফেলবে। সরকারের উচিত এই জাতীয় বিষয়গুলিতে মনোযোগ দেওয়া। এবং অর্থনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখা (Love Jihad Maharashtra)।”
আরও পড়ুন:https://tribetv.in/ins-tushil-reaches-india-karwar-naval-base/
যদিও বিজেপির সমালোচনা করে সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি বলেন, ”এই সরকার শুধুমাত্র মুসলমানদের হয়রানি এবং সাম্প্রদায়িকতা ছড়ানোর উস্কানি দিচ্ছে।” তারা লিভ-ইন সম্পর্কে স্বাধীনতা দিতে চায়। কিন্তু ১৮ বছরের বেশি বয়সী কেউ যদি আন্তঃধর্মীয় বিয়ে করতে চায় বা ধর্মান্তরিত হতে চায় তবে তাঁদের এই ক্ষেত্রে সমস্যা আছে। লাভ জিহাদ (Love Jihad Maharashtra) বলে কিছু নেই বলেও দাবি করেছেন ওই বিধায়ক।
আরও পড়ুন: https://tribetv.in/india-has-cut-tariff-on-american-bourbon-whiskey/
অন্যদিকে মহারাষ্ট্র সরকারের নয়া আইনকে সমর্থন জানিয়ে বিজেপি বিধায়ক মঙ্গল লোধা বলেন, ”সারা দেশে লাভ জিহাদের মতোন মামলা অনেক বেড়েছে। আমরা দেখেছি শ্রদ্ধা-আফতাব কাণ্ড (Love Jihad Maharashtra)। এই রকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। আর বিরোধীরা এর বিরোধিতা করে রাজনীতি করছে।” তবে ‘লাভ জিহাদ’ (Love Jihad Act) আইন তৈরির পর শাস্তির বিষয়ে মহারাষ্ট্র সরকার কোন পথে এগোবে, সেই উত্তর পাওয়া এখন সময়ের অপেক্ষা।