ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গুরুগ্রামের এক গ্রামে স্ত্রী ও তার প্রেমিক মিলে স্বামীকে খুন করার (Love vs Death) অভিযোগ উঠেছে প্রেমিকের সঙ্গে মায়ের ঘনিষ্ঠতা! ভয়ঙ্কর হত্যাকাণ্ড । পরে স্ত্রী নিজেই থানায় নিখোঁজ ডায়েরি করেন, খুন ধামাচাপা দিতে।
২৬ জুলাই খুন করা হয় বিক্রম নামক এক ৩৭ বছর বয়সি যুবককে (Love vs Death)। ২৮ জুলাই স্ত্রী সোনি স্বামীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন।
কী কারণ খুনের পিছনে (Love vs Death)
স্ত্রী সোনির প্রেমিক রবীন্দ্রর সঙ্গে চলছিল গোপন সম্পর্ক (Love vs Death)। একদিন সোনির মেয়ে মায়ের প্রেমকের ফোনে আপত্তিকর ভিডিও দেখে ফেলে এবং বাবাকে জানায়। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সোনি ও রবীন্দ্র মিলে বিক্রমকে খুনের পরিকল্পনা করে।

পরিকল্পিত খুন
খুনের আগে ইউটিউবে খোঁজ করে দেহ গোপন রাখার উপায়। রবীন্দ্র, মনীষ ও ফরিয়াদ—তিনজনকে সঙ্গে নিয়ে বিক্রমকে গাড়িতে তুলে নেয়। দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। দেহ লুকানোর জন্য আগেই গর্ত খুঁড়ে রাখা হয়েছিল।
গোপন রাখা হয়েছে দেহ
মহম্মদপুর ঝারসা গ্রামে দেহ পুঁতে ফেলা হয়, গর্ত খোঁড়েন রবীন্দ্রর কাকা সান্তারপাল, যাঁকে পরে গ্রেফতার করা হয়।
গ্রেফতার করা হয়েছে (Love vs Death)
পুলিশ সিসিটিভি, কল রেকর্ড ও জিজ্ঞাসাবাদে সব তথ্য উন্মোচন করে। প্রেমিক রবীন্দ্র স্বীকার করে নেয় খুনের কথা। তার দুই সহযোগী মনীষ ও ফরিয়াদ গ্রেফতার (Love vs Death) । সান্তারপালকেও গ্রেফতার করা হয়। সোনি বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে, এবং খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আরও পড়ুন: DA Case: ফের শুনানি পিছল ডিএ মামলার, বকেয়া মেটাতে আরও সময় চাইল রাজ্য
অতীতের অনুরূপ ঘটনা
সোনম রঘুবংশীর ঘটনায় যেমন মধুচন্দ্রিমায় খুন হয় স্বামী, মেরঠে স্ত্রীর হাতে টুকরো টুকরো হন সৌরভ রাজপুত—এই ঘটনাও ঠিক ততটাই ভয়ানক।