ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশের মধ্যবিত্তদের জন্য নতুন করে (LPG Price Hike) বিপদের দানা বেঁধেছে। রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পাওয়ার ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, এই পরিবর্তনটি কার্যকর হচ্ছে শিগগিরই। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাধীন ক্রেতাদের জন্যও নতুন দামের প্রভাব পড়বে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর বিবৃতি (LPG Price Hike)
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সোমবার (LPG Price Hike) এক বিবৃতিতে জানান, আগে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে ৫০০ টাকা দিতো, তবে এখন তাদের নতুন দাম ৫৫০ টাকা গুনতে হবে। অন্যদিকে, সাধারণ ক্রেতাদের জন্য আগে সিলিন্ডারের দাম ছিল ৮০৩ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫৩ টাকায়। তিনি আরো উল্লেখ করেছেন যে, প্রতি দু’ থেকে তিন সপ্তাহ অন্তর জ্বালানি ও এলপিজির দাম পর্যালোচনা করা হয়, এবং এই পর্যালোচনা অনুসারে দাম বৃদ্ধি করা হয়েছে।
পেট্রল এবং ডিজেলের শুল্ক বৃদ্ধি (LPG Price Hike)
এছাড়া, পেট্রল এবং ডিজেলের উপরও ২ টাকা করে শুল্ক বৃদ্ধি করা হয়েছে, যার ফলে পেট্রলের শুল্ক (LPG Price Hike) এখন ১৩ টাকা এবং ডিজেলের ১০ টাকা হয়ে গেছে। পুরী এ বিষয়ে জানান, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়া হয়নি, বরং তেল সংস্থাগুলির আর্থিক ক্ষতি কিছুটা কমাতে এই পদক্ষেপ গৃহীত হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে তেল সংস্থাগুলির ৪৩ হাজার কোটি টাকার লোকসান হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: Recruitment Test Cancelled: বাতিল ২০২৩ সালের নিয়োগ, রাস্তায় চাকরিপ্রার্থীরা
নতুন চ্যালেঞ্জ
এদিকে, গত সপ্তাহে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমলেও, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি গৃহস্থদের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এটি এমন এক পরিস্থিতি যেখানে মধ্যবিত্ত পরিবারের বাজেটে আরও চাপ পড়বে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, কারণ অনেকেই এই অতিরিক্ত খরচ মেটাতে বাধ্য হচ্ছেন।
মমতার বিরুদ্ধে তোপ
সোমবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। মমতা লেখেন, বাহবা নন্দলাল,হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, বিজেপি সরকারের বিকাশের ভাবনা মনে হচ্ছে সাধারণ ভারতীয়দের পকেট থেকে একেবারে শেষ টাকাটাও কেড়ে নেবে। জরুরী ওষুধ থেকে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস প্রতিটি প্রয়োজনই ধীরে ধীরে লাক্সারি হয়ে যাচ্ছে। পরিবারগুলির সঞ্চয় কমছে, পাহাড়প্রমাণ ধার, এবার ঘরগৃহস্থালী বাজেটেও আঘাত হানছে সরকার। বিজেপি কেন্দ্রে সরকার চালাচ্ছে না, এরা মানুষের পকেট থেকে টাকা বের করে নিচ্ছে।’