Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের (LSG Players Fined) জন্য এলএসজি খেলোয়াড় দিগ্বেশ রাঠি এবং ঋষভ পন্থকে শাস্তি দিয়েছে বিসিসিআই।
ধীর গতির ওভার করায় পন্থের জরিমানা (LSG Players Fined)
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ এবং দলের স্পিনার দিগ্বেশ সিংহ রাঠি আইপিএলের আচরণবিধি ভাঙার জন্য শাস্তির মুখে পড়েছেন (LSG Players Fined)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) পৃথকভাবে দু’জনের জন্য শাস্তির ঘোষণা করেছে।
শুক্রবার লখনউয়ের একানা স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ধীর গতিতে ওভার সম্পন্ন করায় ঋষভ পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে (LSG Players Fined)। বিসিসিআই জানিয়েছে, এটি লখনউ দলের এই মরসুমে প্রথমবারের মতো ওভার রেট সংক্রান্ত অপরাধ ছিল। আইপিএল আচরণবিধির ২.২২ নম্বর ধারা অনুযায়ী, পন্থকে এই জরিমানা করা হয়েছে।
‘নোটবুক’ সেলিব্রেশনে পুরনো ভুলের পুনরাবৃত্তি, দিগ্বেশের ম্যাচ ফি’র অর্ধেক কাটা হল (LSG Players Fined)
অন্যদিকে লেগস্পিনার দিগ্বেশ সিংহ রাঠিকে তাঁর আচরণের জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে (LSG Players Fined)। এটাই এখন পর্যন্ত আইপিএল ২০২৫-এর সবচেয়ে বড় ব্যক্তিগত শাস্তি।
দিগ্বেশ প্রথমবার যখন পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্যকে আউট করে ‘নোটবুক সেলিব্রেশন’ করেন, তখনই তাঁকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। এই সেলিব্রেশনটি ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়ামসের অনুকরণে করা হয়েছিল। সেটি লেভেল ১-এর অপরাধ হিসেবে বিবেচিত হয়।
কিন্তু দিগ্বেশ সেই ভুল থেকে শিক্ষা নেননি। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আবার একই কাণ্ড করেন, এবার এলএসজির ব্যাটার নমন ধীরকে আউট করার পর ফের ‘নোটবুক’ সেলিব্রেশন করেন।
বিসিসিআই-এর বক্তব্য
বিসিসিআই জানিয়েছে, “দিগ্বেশ সিংহ তাঁর দলের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেছেন। এটাই ছিল মরসুমে তাঁর দ্বিতীয় লেভেল ১-এর অপরাধ। ফলে তাঁর নামে এখন মোট ৩টি ডিমেরিট পয়েন্ট জমা হয়েছে — এর মধ্যে একটি ১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে এবং বাকি দুটি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে।”
আইপিএলের আচরণবিধি অনুযায়ী, লেভেল ১ অপরাধে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক।
নতুন মুখ হলেও শৃঙ্খলা ভাঙা ঠিক নয়, সতীর্থদের প্রতিক্রিয়া
২৫ বছর বয়সি দিল্লির এই স্পিনার আইপিএলের এবারের মরসুমে লখনউ দলের হয়ে ছয়টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৭.৬২। অধিনায়ক পন্থ চারটি ম্যাচেই তাঁকে পুরো কোটা বল করতে দিয়েছেন।
আরও পড়ুন: Tilak Varma: IPL-এ বিতর্কিত সিদ্ধান্ত! তিলক বর্মাকে ‘রিটায়ার’ করানোয় হতবাক ক্রিকেটবিশ্ব
ভারতীয় পেসার এবং দিগ্বেশের এলএসজি-র সতীর্থ এক সাক্ষাৎকারে বলেন, “ও একজন দারুণ বোলার, আর একটু অন্য ধাঁচের চরিত্রও বটে। আমাদের এমন খেলোয়াড় দরকার যারা নিজেদের প্রকাশ করতে ভয় পায় না। ওর সবচেয়ে বড় শক্তি ওর আত্মবিশ্বাস। প্র্যাকটিস ম্যাচগুলোতেও ও ভালো খেলেছে। আইপিএলে ও একটা চমক।”
তবে শৃঙ্খলার প্রশ্নে বিসিসিআই বরাবরের মতোই কড়া মনোভাব দেখিয়েছে। খেলোয়াড়দের স্বাধীনতা থাকা উচিত, কিন্তু তার সঙ্গে জুড়ে থাকা উচিত দায়িত্ববোধও, এমনটাই মনে করছে ক্রিকেট মহল।