ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে (Lucknow Airport Shocker) একটি কার্গো লাগেজে একটি নবজাতকের দেহ পাওয়া গিয়েছে। এই ঘটনা বিমানবন্দরের কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। কার্গো লাগেজ স্ক্যান করার সময় ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পরে পুলিশ বর্তমানে কুরিয়ার এজেন্টকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে।
কখন হয়েছে ঘটনা (Lucknow Airport Shocker)
মঙ্গলবার সকালে বিমানবন্দরের কার্গো কর্মীরা লাগেজ স্ক্যান (Lucknow Airport Shocker) করার সময় একটি প্লাস্টিকের বাক্সে ওই নবজাতকের মৃতদেহ দেখতে পান। ঘটনায় কর্মীরা হতবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সিআইএসএফ এবং পুলিশকে জানানো হয়।
কী বলছেন এজেন্ট? (Lucknow Airport Shocker)
কুরিয়ার এজেন্ট, যিনি লাগেজ (Lucknow Airport Shocker) নিয়ে এসেছিলেন তিনি ওই নবজাতকের মৃতদেহ সম্পর্কে কোনও তথ্য দিতে পারেননি। পুলিশ বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং কীভাবে অই নবজাতকের দেহ কার্গো লাগেজে এসে পৌছাল তা বোঝার চেষ্টা করছে।
আরও পড়ুন: Bangladesh News: পদ্মাপারে ভারতের জাতীয় পতাকার অসম্মান, বাংলাদেশিদের বয়কট রাজ্য সরকারের
কী বলল পুলিশ?
বিমানবন্দর পুলিশ জানিয়েছে, মুম্বাই পাঠানোর জন্য কুরিয়ার এজেন্ট লাগেজটি বিমানবন্দরে নিয়ে এসেছিলেন। যদিও, এজেন্ট অই লাগেজ বা নবজাতকের দেহ সম্পর্কে কোনও নথি বা তথ্য দিতে পারেনি।
আরও পড়ুন: Maha Kumbh District: যোগী সরকারের নতুন ঘোষণা, জেলা হল মহা কুম্ভ
কী করছে পুলিশ?
পুলিশ বর্তমানে কুরিয়ার এজেন্টকে জিজ্ঞাসাবাদ করছে এবং নবজাতকের মৃত্যুর আশেপাশের পরিস্থিতি নির্ধারণের চেষ্টা করছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, এবং আরও বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে।
কী বললেন কর্মকর্তারা
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিমানবন্দরের কার্গো এলাকায় একটি নবজাতকের মৃতদেহ পাওয়া গিয়েছে এবং কুরিয়ার এজেন্টকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই এজেন্ট নবজাতকের দেহ সম্পর্কে কোনও তথ্য দিতে পারেননি, এবং বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।