ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইউনূস আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা তৃতীয় জাতিসংঘ মহাসাগর সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন (Macron Denys Meeting Yunus)। পাশাপাশি ম্যাক্রোঁ এবং ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের অনুরোধ করে ঢাকা।
মাক্রোঁর সঙ্গে বৈঠকের প্রস্তাব খারিজ করল ফ্রান্স, বাতিল হল ইউনুসের সফর (Macron Denys Meeting Yunus)
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন (Macron Denys Meeting Yunus)। আগামী মাসে একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ফ্রান্স না চাওয়ার ফলে ইউনুসকে তাঁর ফ্রান্স সফর বাতিল করতে হয়েছে।
ফরাসি সম্মেলনে যাওয়ার কথা ছিল ইউনুসের (Macron Denys Meeting Yunus)
‘ইকনমিক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী মাসে ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত হতে চলেছে ‘তৃতীয় রাষ্ট্রসংঘ মহাসাগর সম্মেলন’। সেই সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন মুহাম্মদ ইউনুস (Macron Denys Meeting Yunus)। বাংলাদেশের পক্ষ থেকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে ইউনুসের একটি দ্বিপাক্ষিক বৈঠকের অনুরোধও জানানো হয়।
কিন্তু ফ্রান্স সেই প্রস্তাব গ্রহণ করেনি। এরপরই ইউনুস তাঁর সফর বাতিল করেন। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক পরিসরে যোগাযোগের ক্ষেত্রে একটি বড় ধাক্কা।
কেন বাতিল হল বৈঠক?
ঢাকার সূত্র জানিয়েছে, ফ্রান্সের আমন্ত্রণ পাওয়ার পর বাংলাদেশ ইউনুস ও মাক্রোঁর মধ্যে একটি বৈঠক আয়োজনের সক্রিয় চেষ্টা করেছিল। তবে ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্মেলনে বহু দেশ দ্বিপাক্ষিক বৈঠকের আবেদন করেছে, তাই অতিরিক্ত কোনো বৈঠকের সময় রাখা সম্ভব নয়।
ফ্রান্স এও জানিয়েছে, সম্মেলনের সময় তারা কোনো আনুষ্ঠানিক বৈঠক করতে চায় না। বরং ইউনুস যেন সম্মেলনে অংশ নেন, সেটাই তাদের আশা। একই সঙ্গে ফ্রান্স জানতে চেয়েছিল, এই বৈঠকের নির্দিষ্ট উদ্দেশ্য কী। শুধু ‘আনুষ্ঠানিকতা’র জন্য তারা বৈঠকে আগ্রহ দেখায়নি। বাংলাদেশ আগেই ফ্রান্স থেকে বেসামরিক বিমান কেনার আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সেই বিষয়ে বিশেষ কোনো অগ্রগতি হয়নি।
আরও পড়ুন: Indian Ambassador: ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি!’ পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের
আন্তর্জাতিক মঞ্চে ইউনুসের সক্রিয়তা
বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর বিশ্বজুড়ে নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সচেষ্ট হয়েছেন মহম্মদ ইউনুস। তাঁর উদ্দেশ্য, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থান মজবুত করা। গত মাসে থাইল্যান্ডে BIMSTEC সম্মেলনের ফাঁকে ইউনুস ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। এই প্রথমবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ইউনুসের সাক্ষাৎ হয়।
এই ঘটনাগুলি দেখিয়ে দিচ্ছে, ইউনুস আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে সেই পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে।