ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় টলি অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। প্রেমিক দেবমাল্যর সাথে প্রায় ছবি শেয়ার করেন সমাজ মাধ্যমের পাতায়। গত বছরে পুজোয় তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মধুমিতা। অভিনেত্রী কবে বসছেন বিয়ের পিঁড়িতে?
নাম জড়ায়নি কারোর সাথে (Madhumita Sarcar)
২০১৯ এ সৌরভ চক্রবর্তী সাথে বিবাহ বিচ্ছেদের পর আর কারোর সাথে অভিনেত্রী মধুমিতার নাম জড়াতে শোনা যায়নি (Madhumita Sarcar)। মন দিয়ে নিজের কাজের জায়গার মাটি শক্ত করেছেন। তাই তো অভিনেত্রীর সাথে কারোর তুলনা চলে না। তিনি নিজেই তাঁর প্রমাণ। ছোট পর্দায় তাঁর কাজ দেখলেই, তা সহজেই বুজতে পারা যায়। আর তাঁর অভিনয় দক্ষতাও চোখে পড়ার মতো।
একান্ত সময় কাটানো (Madhumita Sarcar)
প্রায় সময় সমাজ মাধ্যমে চোখে পড়ে, কখনও তাঁরা দুজন পোষ্যর সাথে সময় কাটাচ্ছেন, কখনও পাহাড়ের কোলে একান্তে সময় কাটাচ্ছেন (Madhumita Sarcar)। অর্থাৎ তাঁদের প্রেমের মুহূর্তগুলি সকলের সাথে ভাগ করে নেন অভিনেত্রী। কিন্তু অনুরাগীদের প্রশ্ন, কবে তিনি বিয়ের পিঁড়িতে বসছেন? শোনা গিয়েছে, এ বছরই তাঁদের চার হাত এক হতে চলেছে। যদিও অভিনেত্রীর তরফ থেকে কিছু জানা যায়নি। বরং বিয়ের তারিখ বলতে রাজি নন অভিনেত্রী।
বিয়ের পিঁড়িতে কবে?
টলিপাড়ার গুঞ্জন, মধুমিতার (Madhumita Sarcar) বিয়ের কেনাকাটা এমনকি অভিনেত্রীর শাড়ি গয়না ঠিক হয়ে গিয়েছে। এ বছরই ডিসেম্বরে বিয়ে হবার কথা রয়েছে। শোনা গিয়েছে সম্ভবত ডিসেম্বরে ৫ তারিখে বিয়ে হওয়ার কথা রয়েছে মধুমিতার। যদিও অভিনেত্রী কিছুই জানাননি। আগে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, তাঁদের সম্পর্ক সবে শুরু। তাঁর কথায়, ‘তাঁদের সম্পর্ক সবে শুরু হয়েছে, এখনই বিয়ের কথা তিনি ভাবছেন না।’
আরও পড়ুন: Emraan Hashmi: নিজেকে বদলানোর চেষ্টা, পুরনো তকমা ঘোচাতে রক্তাক্ত ইমরান!
একসঙ্গে থাকার সিদ্ধান্ত
অন্যদিকে, অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘ডিসেম্বর কিংবা আগামী বছর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কারণ শীতকাল তাঁদের দুজনেরই খুব প্রিয় ঋতু। আর ততদিন পর্যন্ত পাহাড়ে আরও সুন্দর মুহূর্ত তৈরি হবে দুজনের। অভিনেত্রীর কথায় ২০১৯ এ দু’জনের দেখা হয়েছিল। তবে তারপর আর কোনও যোগাযোগ ছিল না। তবে তাঁদের আবার কথাবার্তা শুরু হয়।’ শোনা গিয়েছিল, দেবমাল্যর সাথে মধুমিতার প্রেম ছোটবেলার। তারপর বহু বছর পর আবারও যোগাযোগ হয় দু’জনের। তারপর প্রেম। অবশেষে একসঙ্গে থাকা সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে।
আরও পড়ুন: Ranveer Singh: পাকিস্তানে শুটিং করতে গিয়ে আহত রণবীর? নতুন সমস্যায় অভিনেতা !
গ্ল্যামার জগতের বাইরে
মধুমিতা সরকারের প্রিয় মানুষ দেবমাল্য চক্রবর্তী পেশায় ইঞ্জিনিয়ার। গ্ল্যামার জগতের সাথে তাঁর কোনও সম্পর্ক নেই। বলা যেতে পারে, তিনি গ্ল্যামার জগতের বাইরের মানুষ। অন্যদিকে মধুমিতাকে শেষ দেখা গিয়েছিল ‘ শ্রীমান ভার্সেস শ্রীমতি ‘ তে। সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল শাকিব খানের সাথে তিনি অভিনয় করতে পারেন বলে। তবে সে বিষয়ে সঠিকভাবে কোনও খবর প্রকাশ্যে আসেনি।