ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাঝে আর মাত্র একটি দিন বাকি (Madhumita Sarcar)। তার পরেই নতুন বছর (New year) শুরু। একটা গোটা বছরের স্মৃতি মানুষ পিছনে ফেলে, পদার্পণ করবে নতুন বছরে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বিনোদন দুনিয়ার কথা বলেন, তাহলে এই পুরনো বছরে তারা কী পেলেন? আর কী হারালেন? অর্থাৎ ২০২৪ থেকে টলি তারকাদের প্রাপ্তি কী? ২০২৪ এ এমন কোন ঘটনা ঘটেছে, যা সারা জীবনেও ভুলতে পারবেন না? চির স্মরণীয় হয়ে থাকবে! এমনই এক টলি তারকার কথা থাকছে আজকের প্রতিবেদনে। তিনি আর কেউ নন। টলি সুন্দরী মধুমিতা সরকার (Madhumita Sarcar)।
মধুমিতা নিজেকে পজিটিভ রাখেন কীভাবে? (Madhumita Sarcar)
ট্রাইব টিভির সাক্ষাৎকারে, অভিনেত্রী মধুমিতা (Madhumita Sarcar) কী জানিয়েছেন জানেন? তাঁর সাফ বক্তব্য। তিনি পুরনো কথা মনে রাখতে চান না। পুরনো অতীত টেনে নিয়ে যেতে চান না। কিন্তু কেন? অতীতের বোঝা কি তবে বড্ড ভারি? প্রেম বিয়ে বিচ্ছেদ তারপর মাঝে দীর্ঘ সময় ধরে সিঙ্গেল থাকা। আবার নতুন করে জীবন শুরু করার ভাবনা। মধুমিতা নিজের জীবনে বাঁচেন নিজের শর্তে।
কী হারিয়েছেন? (Madhumita Sarcar)
২০২৪ এ তিনি কি কি হারিয়েছেন, এই প্রশ্নের অভিনেত্রী (Madhumita Sarcar) জানান, হারানো জিনিস তিনি একেবারেই মনে রাখতে চান না। কারণ, হারানো জিনিস যদি মনে রাখেন, তাহলে পজিটিভিটি পাবেন না। তাঁর কথায়, হারানোর জিনিসগুলো যত বেশি মনে রাখবেন, তত বেশি নেগেটিভিটি মনে জেঁকে বসবে। তাই সবসময় পজিটিভ থাকতে পছন্দ করেন। ২০২৪ এ তিনি কি কি হারিয়েছেন, এই বিষয়ে তিনি কিছু বলতে চাননি। কারণ হারানো বা আফসোসের বিষয় নিয়ে তিনি কথা বলতেই চান না। মধুমিতার বক্তব্য, যদি আফসোস করতে হয়, তাহলে জীবন থমকে যাবে। জীবন এগোবে না। তাই তিনি কি কি হারিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে একেবারেই আলোচনা করেন না।
আরও পড়ুন: Diljit Dosanjh: আবারও বিতর্কে দিলজিৎ, মানলেন না নিয়ম! মোটা টাকা জরিমানা
জীবন নিয়ে লুকোছাপা পছন্দ নয়
আর যদি বলেন ২০২৪ এ মধুমিতা কী পেয়েছেন? তার উত্তর তিনি অকপটে দিয়েছেন। এই বছরে জীবনে গুরুত্বপূর্ণ মানুষকে তিনি পেয়েছেন। তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কখনই কোনও লুকোছাপা করেন না। মাত্র ১৫ বছর বয়স থেকে তিনি কাজ করছেন। তাই ব্যক্তিগত জীবনে যখনই নতুন মোড় এসেছে, তখনই সেটা সবার সামনে তুলে ধরেছেন। কারণ তিনি মনে করেন, বিষয়টা একেবারেই লুকিয়ে রাখার নয়। জনসমক্ষে আসার বিষয়। সেটা সম্পর্ক গড়া কিংবা সম্পর্ক ভাঙার ক্ষেত্রে, যাই হোক না কেন।
আরও পড়ুন: Ankush-Oindrila Wedding: নতুন বছরে বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা! হইচই টলিপাড়ায়
২০২৪ এ কী কী পেলেন?
২০২৪ এ তিনি অনেক নতুন নতুন চরিত্রে কাজ পেয়েছেন। কাজ করেছেন। তাঁর অভিনীত ‘ফেলুবক্সী’র ঘোষণা হয়েছে। ২০২৪ সালে এই ছবির শুটিং হয়েছে। নতুন নতুন চরিত্রে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন। যদি মধুমিতার ব্যক্তিগত জীবনের কথা বলেন, তিনি এক ধাপ এগিয়ে গিয়েছেন। সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়েছেন। নিজের জীবন জড়িয়েছেন অন্য আরেকজনের জীবনের সঙ্গে। পেয়েছেন মনের মানুষকে, অর্থাৎ দেবমাল্য চক্রবর্তীকে। বন্ধুত্ব বহুদিনের ছিল। সেই বন্ধুত্ব প্রেম-ভালোবাসার সম্পর্কে পরিণতি পেয়েছে ২০২৪ সালেই।