Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’র শুটিং শেষ করেছেন অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী (Madhurima Chakraborty)। তবে শারীরিক অসুস্থতার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। আগে ‘রাঙ্গামাতি তীরন্দাজ ‘ ধারাবাহিকে বৃন্দা চরিত্রে অভিনয় করতেন। বঁধুয়া ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছিল মধুরিমাকে। যেখানে মুখ্য চরিত্রে ছিলেন রেজওয়ান রব্বানী শেখ ( Rezwan Rabbani Sheikh) ও জ্যোতির্ময়ী কুন্ডু (Jyotirmoyee Kundu)। সম্প্রতি জ্যোতির্ময়ী কুন্ডু দেবের ‘প্রজাপতির ২’ ছবিতে অভিনয় করছেন।

কী হয়েছে অভিনেত্রীর? (Madhurima Chakraborty)
শোনা গিয়েছে , মধুরিমা পেটে সংক্রমণ (Madhurima Chakraborty) নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকের মতে, অভিনেত্রীর স্যালাইন চলছে, শরীর দুর্বল। বেশ কিছুদিন অভিনেত্রীকে হাসপাতালে থাকতে হবে। তবে কী কারনে অভিনেত্রীর পেটে সংক্রমণ ? তিনি কী খেয়েছিলেন ? তা কিছুই জানা যায়নি। তবে এর আগেও হৃদ যন্ত্রের সমস্যায় ভুগছিলেন। শোনা যায়, পেটে সংক্রমণ নিয়ে হসপিটালে ভর্তি হলেও তাঁর শ্বাসকষ্ট ছিল। শোনা যাচ্ছে এই দুই ধরনের সমস্যা অভিনেত্রীকে অনেকটাই কাবু করে ফেলেছে। তাই পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে । যার জন্য অভিনেত্রীকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে মনে করা হচ্ছে।

বিরতি নেওয়া (Madhurima Chakraborty)
সম্প্রতি মিত্তির বাড়ি ধারাবাহিকে ঈশিকা চরিত্রে অভিনয় করেছিলেন মধুরিমা। এটি এমন একটি চরিত্র, যা গল্পের মোর ঘুরিয়ে দেওয়ার মতো ছিল। রাঙামাতিতে বৃন্দা চরিত্রটি দর্শকের কাছে জনপ্রিয়। বলা যেতে পারে, নেগেটিভ চরিত্রে অভিনয় করে দ্রুত দর্শকদের মন জয় করে নিয়েছিলেন মধুরিমা। প্রথমে বেশ নজরে এসেছিলেন ‘বঁধুয়া’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করে। তবে কিছুদিন পরে ধারাবাহিকটি থেকে বিরতি নিয়েছিলেন তিনি। অন্যদিকে ‘রাঙামাতি তীরন্দাজ ‘তেও কিছুদিন অভিনয়ের পর বিরতি নিয়েছিলেন অসুস্থতার জন্য। যার জন্য ধারাবাহিকে মুখ বদল হয়েছিল।

ব্যক্তিগত পরিসর রক্ষা (Madhurima Chakraborty)
ব্যক্তিগত জীবন সম্পর্কে সবসমই কম কথা বলেন মধুরিমা। সামাজিক মাধ্যমে বরাবরই তিনি সংযত ও ব্যক্তিগত পরিসর রক্ষা করে চলেন। তবে জানা যায় পরিবারের সঙ্গেই থাকেন আর তাঁর কঠিন সময়ে পরিবারের সমর্থন তাঁকে সাহস জুগিয়েছে । তবে তাঁর অসুস্থতার কারণে বার বার কাজ থেকে বিরতি নিতে হয়েছে।

আরও পড়ুন: Titiksha Das: ধারাবাহিক থেকে উধাও তিতিক্ষা, সামনে বড় সুযোগ!
কাজের প্রতি দায়বদ্ধতা
তবে সবকিছুর মধ্যেও মধুরিমা (Madhurima ) বারবার প্রমাণ করেছেন , অভিনয়ের প্রতি তাঁর দায়বদ্ধতা কতটা গভীর ।’ জীবন সাথী’ ,’ বধুয়া ‘ ও ‘ত্রিশূল ‘ প্রভৃতি হিট মেগাতে মধুরিমাকে দেখা গিয়েছে। ক্যামেরার সামনে যেমন দক্ষতায় ভরপুর, বাস্তব জীবনে ততটাই সংগ্রামী। অনুরাগীরা আশাবাদী, অভিনেত্রী দ্রুতই সুস্থ হয়ে নতুন কাজ নিয়ে ফিরবেন পর্দায়।