ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘটনার পর, মুখ্যমন্ত্রী (Chief Minister Injured) মন্দিরের কাছে একটি মঞ্চে যান, যেখানে স্থানীয় প্রতিনিধিরা বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেন তাঁর সামনে। জানা গিয়েছে তিনি এখন ভাল রয়েছেন।
দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী (Chief Minister Injured)
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন (Chief Minister Injured)। বুধবার রঙপঞ্চমীর অনুষ্ঠানে অংশ নিতে তিনি কারিলার মা জানকী ধামে গিয়েছিলেন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আচমকা একটি সিঁড়ি ভেঙে পড়ে। মুখ্যমন্ত্রী ও তাঁর সঙ্গে থাকা অন্যান্যরা হোঁচট খান। তবে, দলের কর্মী ও কর্মকর্তারা দ্রুতই তাঁকে সামলে নেন।
পুজো শেষে দুর্ঘটনা (Chief Minister Injured)
এর আগে, মুখ্যমন্ত্রী যাদব মন্দিরে পুজো দেন এবং রেলিংয়ের পাশ দিয়ে যাওয়া ভক্তদের ওপর ফুল বর্ষণ করেন (Chief Minister Injured)। এরপর তিনি সিঁড়ি দিয়ে নামার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে থেমেছিলেন। তখন অতিরিক্ত ওজনের চাপে সিঁড়িটি ভেঙে পড়ে। তবে, এই ঘটনায় কেউ আহত হননি।
আরও পড়ুন: Job Rejection: সিইও-র ইন্টারভিউ নেবেন চাকরিপ্রার্থীর স্বামী! আজব দাবিতে তাজ্জব সংস্থার প্রধান
উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
ঘটনার পর মুখ্যমন্ত্রী মন্দির সংলগ্ন মঞ্চে গিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে দেখা করেন। তাঁরা কারিলা ধামকে “কারিলা লোক” হিসেবে গড়ে তোলার দাবি জানান। এছাড়াও, তাঁরা সেখানে পর্যটকদের জন্য হোটেল তৈরির আবেদন করেন এবং ওই এলাকায় মদ বিক্রি বন্ধের দাবি তোলেন। মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দেন যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি চলমান মেলার জন্য অতিরিক্ত ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন, যা আগে বরাদ্দ করা ১০ লাখ টাকার অতিরিক্ত।
আরও পড়ুন: Dog Kills Owner: আদরে বাঁদর পোষ্যের কামড়েই প্রাণ হারাল মালিক!
রঙপঞ্চমীর মেলা ও মুখ্যমন্ত্রীর সফর
মা জানকী ধামে তিনদিনের রঙপঞ্চমীর মেলা চলছে। মুখ্যমন্ত্রী যাদব যখন সেখানে পৌঁছন, তখন তাঁকে অভ্যর্থনা জানান কমিশনার মনোজ কুমার খত্রি, আইজি অরবিন্দ কুমার সাক্সেনা, মন্ত্রী রাকেশ শুক্লা, কালেক্টর সুবাস কুমার দ্বিবেদী এবং এসপি বিনীত কুমার জৈন। প্রায় এক ঘণ্টা সেখানে থাকার পর মুখ্যমন্ত্রী ইন্দোরের উদ্দেশে রওনা দেন।