ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: থানার দায়িত্ব সামলে সোশ্যাল মিডিয়ায় হিন্দি গানের সঙ্গে রিল ভিডিও বানানো—এই কাজই কাল হয়ে দাঁড়াল মধ্যপ্রদেশের রীবা জেলার এক মহিলা পুলিশ আধিকারিকের জন্য (Madhya Pradesh Cop)। এই ঘটনায় রাজ্যের আইজি (ইনস্পেক্টর জেনারেল) কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। শুধু অভিযুক্ত অফিসারকে সতর্ক করাই নয়, রাজ্য জুড়ে সব পুলিশ আধিকারিক ও কর্মীদের ভিডিয়ো রিল বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রীবা জেলার এক থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঙ্কিতা মিশ্র ‘আরজু’ ছবির জনপ্রিয় একটি গানের সঙ্গে ভিডিয়ো রিল তৈরি করেছিলেন। অভিনেতা অক্ষয় কুমার ও মাধুরী দীক্ষিতের সেই গানের সঙ্গে রিল বানিয়ে তিনি তা আপলোড করেন সমাজমাধ্যমে। দ্রুত তা ভাইরাল হয়ে পড়ে।
পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন (Madhya Pradesh Cop)
ভিডিয়োটি ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা। প্রশ্ন ওঠে, দায়িত্বপূর্ণ পদে থেকে এমন কাজ কতটা যুক্তিযুক্ত(Madhya Pradesh Cop)। থানা চত্বরে বসেই রিল বানানোয় পুলিশের শৃঙ্খলা ও ভাবমূর্তি নিয়ে চর্চা শুরু হয়। একাংশ বলছে, যাঁরা আইন রক্ষা করেন, তাঁদের এমন আচরণ পুলিশি শৃঙ্খলার পরিপন্থী।
তথ্য মতে, ভিডিয়োটি পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নজরে আসার পরই কড়া পদক্ষেপের নির্দেশ দেন আইজি। তিনি জানান, ‘‘পুলিশ বিভাগ একটি শৃঙ্খলাপরায়ণ পরিষেবা। সেখানে রিল বানানো এবং তা সামাজিক মাধ্যমে প্রকাশ করা একেবারেই অনুচিত। এতে জনসাধারণের মনে পুলিশের পেশাদারিত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে(Madhya Pradesh Cop)।’’
রাজ্যজুড়ে জারি নিষেধাজ্ঞা (Madhya Pradesh Cop)
এই ঘটনার পরই আইজি রাজ্যজুড়ে পুলিশ আধিকারিক ও কর্মীদের ভিডিয়ো রিল তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেন(Madhya Pradesh Cop)। নির্দেশিকায় বলা হয়েছে, উর্দি পরে বা থানা চত্বরে দাঁড়িয়ে রিল বানানো এক ধরনের দায়িত্বজ্ঞানহীনতা। এর ফলে পুলিশ প্রশাসনের (Madhya Pradesh Police) ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, “এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে যদি কেউ করেন, তা হলে তাঁদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন: Plane Crash In Ahmedabad : এয়ার ইন্ডিয়া ১৭১ দুর্ঘটনার প্রাথমিক তদন্তে ইঞ্জিন বিভ্রাটের ইঙ্গিত, মন্ত্রকে জমা দিল প্রাথমিক রিপোর্ট
সতর্কতা ও নজরদারি বাড়ানোর বার্তা (Madhya Pradesh Cop)
আইজি নির্দেশ দিয়েছেন, জেলার প্রতিটি পুলিশ সুপার যেন তাঁদের অধীনস্থদের মধ্যে এই বার্তা পৌঁছে দেন (Madhya Pradesh Cop)। একইসঙ্গে থানার সিসিটিভি ফুটেজ নিয়মিত পরীক্ষা করারও পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অফিস সময় কিংবা থানা প্রাঙ্গণে কেউ এমন ভিডিও তৈরির সুযোগ না পান।

সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনই পেশাগত সীমারেখা লঙ্ঘনের অভিযোগও ক্রমশ সামনে আসছে(Madhya Pradesh Cop)। পুলিশ বিভাগের মতো সংবেদনশীল এবং জনসেবামূলক প্রতিষ্ঠান থেকে এ ধরনের কাজ সমাজে ভুল বার্তা পৌঁছে দেয় বলেই মত বিশেষজ্ঞদের। রীবা কাণ্ড নতুন করে সেই প্রশ্ন তুলে দিল—পেশাদারিত্ব আর বিনোদনের সীমারেখা কতটা বজায় রাখছেন সরকারি কর্মীরা?