ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের(Blast In Pakistan) খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার দারুন উলুম হাক্কানিয়ে মাদ্রাসায় ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে যায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে খাইবারপাখতুনখোয়া প্রদেশের আক্কোরা খট্টক জেলায়। এদিন দুপুরে জুম্মার নমাজের সময় সেখানকার একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার (Blast In Pakistan)
সেই বিস্ফোরণে প্রাণ হারান ৫ জন এবং আহত হন কমপক্ষে ২০ জন(Blast In Pakistan)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস এবং উদ্ধারকারী দল। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিস। ইতিমধ্যেই হামলার নেপথ্যে কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিস এবং প্রশাসন। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন মাদ্রাসার উপাচার্য তথা ধর্মীয় নেতা মৌলানা হামিদুল হক হাক্কানি। তাঁর মৃত্যু নিশ্চিত করেছেন প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা মহম্মদ আলি সইফ।

আরও পড়ুন: National Citizens Party: আত্মপ্রকাশ হল বাংলাদেশে নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, কে কোন পদে?
প্রধান মাওলানা হামিদুল হককে টার্গেট (Blast In Pakistan)
খাইবার পাখতুনখোয়া পুলিসের আইজি জুলফিকার হামিদ বলেন, প্রাথমিক তদন্তে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে হচ্ছে। জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা হামিদুল হককে টার্গেট করে এ হামলা চালানো হতে পারে। এই বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ঘটনার পিছনে কারা রয়েছে তা তদন্ত করছে পুলিশ।
