ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই টলিপাড়া (Mafiaraj in Tollywood)। আর টলিপাড়া শুনলেই চোখের সামনে ভেসে ওঠে – ‘লাইট-ক্যামেরা- অ্যাকশন’। চোখ ধাঁধানো আলোর নিচেই গ্ল্যামার ওয়ার্ল্ডের ছবি। কিন্তু প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার। এখন প্রশ্ন হচ্ছে কী সেই অন্ধকার?
কমছে ভালো কাজ (Mafiaraj in Tollywood)
টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে- টলিউডে নাকি ভালো কাজ কমে যাচ্ছে (Mafiaraj in Tollywood)। টলিউডের সেলুলয়েডে ক্রমশ নাকি ছড়াচ্ছে ‘বিশ্বাসের বিষ’! যে বাংলা এক সময় ভারতের চলচ্চিত্র, শিল্প-সংস্কৃতির অন্যতম পিঠস্থান ছিল, যে বাংলা থেকে সারা দেশ ও বিশ্বকে পথ দেখিয়েছিলেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা, তরুণ মজুমদারদের মত কিংবদন্তি পরিচালকরা, সেই বাংলায় বর্তমানে ভালো কাজ কমে যাওয়ার পিছনে কারণ কী?
কী বলছেন শিল্পীরা? (Mafiaraj in Tollywood)
টলিউডের শিল্পীরা বলছেন- ইন্ডাস্ট্রির ভিতরে চলছে রাজনৈতিক নেতাদের দাদাগিরি, মাফিয়ারাজ (Mafiaraj in Tollywood)! স্বাধীনভাবে কাজই করতে দেওয়া হচ্ছে না শিল্পী, পরিচালকদের। টলিউডের এই অন্তর্দ্বন্দ্বই ক্রমশ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
শর্বরী মুখার্জির বক্তব্য
ট্রাইব টিভি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিনেত্রী শর্বরী মুখার্জি জানিয়েছেন- ‘টলিউডে ‘বিশ্বাস ব্রাদার্সের’ মাফিয়ারাজ চলছে। এখন যিনি টলিউডের মাথা, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তিনি নাকি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও কাজের সঙ্গেই জড়িত নন। না তিনি অভিনেতা,না তিনি পরিচালক, না তিনি টেকনিশিয়ান, তবুও সেই স্বরূপ বিশ্বাসই পুরো ইন্ডাস্ট্রির ওপর ছড়ি ঘোরাচ্ছেন! তিনিই ঠিক করে দিচ্ছেন কোন সিনেমায় কোন অভিনেতা-অভিনেত্রী কাজ করবেন! কোন অভিনেতা-অভিনেত্রী কাজ করবেন না, কোন সিনেমায় কোন টেকনিশিয়ান কাজ করবেন, কোন সিনেমায় কোন পরিচালক কাজ করবেন, কিভাবে কাজ হবে -এই সবই নাকি ঠিক করে দিচ্ছেন স্বরূপ বিশ্বাস নিজে। ফলস্বরূপ ভালো পরিচালক, ভালো অভিনেতা-অভিনেত্রীরা কাজ করতে পারছেন না। ক্রমশ হারিয়ে যাচ্ছে ভালো কাজ।’
কী বললেন বানী কুমার?
আবার ইন্ডাস্ট্রির আরেক প্রখ্যাত অভিনেতা বাণী কুমারের অভিযোগও ঠিক একই রকম। তাঁর অভিযোগ, ‘টলিউডে মাফিয়ারাজ চলছে। পরিচালকদের হাতের পুতুল বানিয়ে ফেলা হয়েছে। নতুন কোনও কাজ শুরুর আগেই নিয়মাবলী তৈরি করে দেওয়া হচ্ছে, স্বরূপ বিশ্বাসের তরফের নির্দেশ দেওয়া হচ্ছে – কাদের নিয়ে কীভাবে কাজ হবে। সেই নিয়ম মানলে কাজ হবে, নতুবা নয়। গিল্ডের কার্ড করতে গেলেও দিতে হচ্ছে কাটমানি।’
মাফিয়া রাজের পর্দা ফাঁস
টালিগঞ্জের মাফিয়া রাজের পর্দা ক্রমশ ফাঁস করবে ট্রাইব টিভি বাংলা। ‘বিশ্বাস এ অবিশ্বাস’ অনুষ্ঠানে। অভিনেতা-অভিনেত্রীদের বিস্ফোরক অভিযোগ দেখুন এখানে দেওয়া লিঙ্কে।