ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শিবের(Mahashivratri 2025) কৃপা লাভ করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আজ ২৬ ফেব্রুয়ারি পালিত হবে এই বছরের মহাশিবরাত্রি। এই দিনে গঠিত হয়েছে শিবযোগ। জ্যোতিষ গণনা বলছে মহাশিবরাত্রিতে শিবযোগের প্রভাবে দুর্দান্ত সাফল্য পাবেন পাঁচ রাশির জাতকরা। এই পাঁচ রাশি নাকি মহাদেবের খুব প্রিয়। আজ শিবরাত্রির দিন ভাগ্যবান হতে চলেছে এই পাঁচ রাশির জাতকেরা।
কুম্ভ রাশি (Mahashivratri 2025)
কুম্ভ রাশি হল জলের প্রতীক। আর অনন্ত জলধারার উৎস দেবী গঙ্গার বাস শিবের জটায়। তাই কুম্ভ রাশির জাতকরাও মহাদেবের প্রিয়। কুম্ভ রাশির গ্রহ অধিপতি শনি। শনি নিজে মহাদেবের পরম ভক্ত বলে কুম্ভ রাশির জাতকদের উপর শিবের আশীর্বাদ থাকে। শিবকে খুশি করতে বেশি চেষ্টাও করতে হয় না এঁদের। মহাশিবরাত্রিতে(Mahashivratri 2025) শিবযোগের কৃপায় এঁরা চাকরিতে পদোন্নতি ও বেতনবৃদ্ধি পেতে পারেন।

কর্কট রাশি (Mahashivratri 2025)
কর্কট রাশির গ্রহ অধিপতি হল চন্দ্র। চাঁদকে নিজের মাথায় ধারণ করে রাখেন মহাদেব। এই কারণে কর্কট রাশির জাতকরা মহাদেবের বিশেষ প্রিয়। এঁরা মনের ভক্তি দিয়ে মহাদেবের আরাধনা করলে জীবনে কখনও ব্যর্থতার মুখে পড়বেন না। মহাশিবরাত্রিতে(Mahashivratri 2025) শিবযোগের শুভ প্রভাবে কর্কট রাশির জাতকদের উপার্জন বাড়বে এবং উচ্চশিক্ষায় বিশেষ সুযোগ পাবেন এঁরা।

আরও পড়ুন: Mahashivratri: শিবরাত্রির দিন ভুলে শিব লিঙ্গে দেবেন না এই জিনিসগুলো, রুষ্ট হতে পারেন মহাদেব
বৃষ রাশি
ভোলেনাথের বিশেষ আশীর্বাদ সব সময় থাকে বৃষ রাশির জাতকদের। বৃষ হল শিবের বাহন নন্দী মহারাজের সঙ্গে সম্পর্কযুক্ত। সেই কারণে মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকে বৃষ রাশির জাতকদের ওপর। এঁরা অত্যন্ত সাহসী ও কঠোর পরিশ্রমী হন। কোনও কঠিন পরিস্থিতিতেই ভয় পেয়ে হাল ছেড়ে দেন না বৃষ রাশির জাতকরা। মহাশিবরাত্রিতে(Mahashivratri 2025) শিবযোগে প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ পাবেন এঁরা।

ধনু রাশি
মহাদেবের প্রিয় রাশির তালিকায় রয়েছেন ধনু রাশির জাতকরা। শিবের হরধনুর সঙ্গে সম্পর্কযুক্ত এই রাশি। শিবের আশীর্বাদে এঁরা জীবনে কখনও ব্যর্থতার মুখে পড়ে না। এঁদের সব বিপদ থেকে রক্ষা করেন স্বয়ং মহাদেব। শিবযোগের কারণে মহাশিবরাত্রি থেকেই জীবনে প্রচুর উন্নতি করবেন এবং সমাজে প্রচুর জনপ্রিয়তা অর্জন করবেন ধনু রাশির জাতকরা।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা মহাদেবের অতি প্রিয়। মহাদেবের অর্ধনারীশ্বর রূপের প্রতিচ্ছবি ধরা পড়ে এই রাশির মধ্যে। মহাদেবের আশীর্বাদের সব কাজই সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারেন মিথুন রাশির জাতকরা। এরা যে কাজে হাত দেন, তাতেই সাফল্য পান। মহাশিবরাত্রিতে শিবযোগের শুভ প্রভাবে কেরিয়ারে বড় সাফল্য পাবেন মিথুন রাশির জাতকরা।
