ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মৌনী অমাবস্যায় বিপর্যয় মহাকুম্ভে (Mahakumbh 2025)। ত্রিবেণী সঙ্গমে ‘শাহি স্নান’ করার জন্য হুড়োহুড়ি করতে গিয়ে পদপিষ্ট (Mahakumbh Stampede) হয়ে মৃত্যু অনেকের। চলছে উদ্ধারকাজ। আশঙ্কাজনক অবস্থায় অনেককেই হাসপাতালে চিকিৎসাধীন। পদপিষ্টের ঘটনায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যোগীকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন বলে খবর।
মৌনী অমবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। বুধবার রাত ২টো নাগাদ ত্রিবেণী সঙ্গমে ‘শাহি স্নান’ করতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। জানা যাচ্ছে, অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। ব্যারিকেড টপকে বাঁচার চেষ্টা করেন পুণ্যার্থীরা। ভিড়ের চাপে আচমকাই ব্যারিকেড ভেঙে যা, যার ফলে পদপিষ্ট (Mahakumbh Stampede) হয়ে মৃত্যু হয় অনেকের। ইতিমধ্যেই মহাকুম্ভের বিপর্যয়ে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের।
আরও পড়ুন: Maha Kumbha 2025 : ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা, মহাকুম্ভ স্পেশ্যাল ট্রেনে ইট মেরে হামলা

ত্রিবেণী সঙ্গম পুণ্যার্থীমুক্ত করতে নির্দেশ (Mahakumbh Stampede)
খবর পেয়ে আহতদের উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অ্যাম্বুল্যান্সে করে তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পদপিষ্টের ঘটনার (Mahakumbh Stampede) উদ্ধারকাজের মধ্যেই আগুন ধরে যায় একটি অ্যাম্বুল্যান্সে। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে। পুণ্যার্থীরা যারা স্নান করতে এসেছেন মৌনী অমাবস্যায়, তাদের সঙ্গম ঘাট এড়িয়ে চলার অনুরোধ। অন্য ঘাটগুলিতে পুণ্যস্নান করার আবেদন জানানো হয়েছে। উদ্ধারকাজে গতি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Mouni Amavasya 2025: কেন কোটি কোটি মানুষ জমায়েত হন পুন্যস্নানে? জানুন মৌনী আমবস্যার মাহাত্ম্য
কুম্ভে পদপিষ্ট হওয়ার পরই পুণ্যস্নান আজকের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল আখড়াগুলি। (Mahakumbh Stampede) প্রয়াগরাজে প্রচুর ভিড়ের কারণে, কুম্ভ স্পেশাল ট্রেন যা দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন আপ এবং ডাউন চলত তা বাতিল করা হয়েছে। মহাকুম্ভে পদদলিত হওয়া এড়াতে রেল এই সিদ্ধান্ত নিয়েছে। পন্ডিত দীনদয়াল স্টেশন থেকে প্রয়াগরাজ যাওয়ার কুম্ভ স্পেশাল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে। উত্তর রেলের তরফে জানানো হয়েছে, কুম্ভ বিশেষ ট্রেন বাতিল করা হয়নি। প্রয়াগরাজ হয়ে নিয়মিত ট্রেন চলাচল বাতিল নেই।