Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ (Mahalaya 2025) ঘটতে চলেছে ২১ সেপ্টেম্বর, রবিবার। তবে এটি হবে আংশিক সূর্যগ্রহণ এবং ভারতের আকাশ থেকে দৃশ্যমান হবে না। এর আগে ২৯ মার্চ একটি আংশিক সূর্যগ্রহণ হয়েছিল, সেটিও ভারতে দেখা যায়নি। ফলে এবারও ভারতবাসীর কাছে এটি শুধুমাত্র একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা হিসেবেই বিবেচিত হবে, কোনও ধর্মীয় প্রভাব বা সূতককাল এখানে প্রযোজ্য হবে না।
কখন শুরু এবং কখন শেষ? (Mahalaya 2025)
এই গ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী ২১ সেপ্টেম্বর (Mahalaya 2025) রাত ১০টা ৫৯ মিনিটে এবং শেষ হবে ২২ সেপ্টেম্বর ভোর ৩টা ২৩ মিনিটে। প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য, যেখানে সূর্যের প্রায় ৮৫ শতাংশ অংশ চাঁদের দ্বারা আচ্ছাদিত থাকবে। যদিও এটি আংশিক গ্রহণ, তবু বিভিন্ন দেশের আকাশে স্পষ্টভাবে দেখা যাবে সূর্যকে অর্ধেক ঢাকা অবস্থায়।
প্রতীকী অর্থেই বিবেচ্য (Mahalaya 2025)
বিশেষজ্ঞদের মতে, এই গ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি ঘটছে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী পিতৃপক্ষের ‘সর্বপিতৃ অমাবস্যা’র দিনে (Mahalaya 2025)। যেহেতু ভারত থেকে গ্রহণ দেখা যাবে না, তাই এখানে কোনও ধর্মীয় বিধিনিষেধ বা সূতককাল মানার প্রয়োজন নেই। তবু অনেকেই এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকেন পূর্বপুরুষদের স্মরণে, এবং গ্রহণের ঘটনা এক্ষেত্রে কেবলমাত্র প্রতীকী অর্থেই বিবেচিত হবে।
কোথা থেকে দৃশ্যমান?
এই গ্রহণ দক্ষিণ গোলার্ধের একাধিক অংশ থেকে দৃশ্যমান হবে। মূলত অস্ট্রেলিয়ার সিডনি ও হোবার্ট, নিউজিল্যান্ডের অকল্যান্ড ও ওয়েলিংটন, অ্যান্টার্কটিকা, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু অংশ, দক্ষিণ ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন ছোট দ্বীপ যেমন পলিনেশিয়া, মেলানেশিয়া ও মাইক্রোনেশিয়া থেকে দেখা যাবে। অন্যদিকে ভারত ছাড়াও পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকার কোনও দেশ থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে না।
আরও পড়ুন: Dev: মানবিক দেব, রঘু ডাকাতের টিকিট বিক্রির টাকায় মহৎ কাজ!
জ্যোতির্বিদরা মনে করিয়ে দিয়েছেন, সূর্যগ্রহণ কখনই খালি চোখে দেখা উচিত নয়। এমনকী আংশিক গ্রহণ হলেও সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই যেসব জায়গায় গ্রহণ দেখা যাবে, সেসব অঞ্চলের মানুষদের উপযুক্ত ফিল্টার বা বিশেষ নিরাপত্তা চশমা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।