ট্রাইব টিভি ডিজিটাল: মহারাষ্ট্রের ভোট শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন জল্পনা। কার হাতে যাবে মহারাষ্ট্রের শাসনভার (Maharashtra CM)? কে হবে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী? শিবসেনার একনাথ শিন্ডে নাকি বিজেপির পছন্দের আরএসএস ঘনিষ্ঠ দেবেন্দ্র ফড়ণবীস? সেই জল্পনা এখনও জারি রয়েছে।
শুরু বৈঠক (Maharashtra CM)
এর মধ্যেই দফায় দফায় শুরু হয়েছে বৈঠক। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra CM) কে হবে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মহারাষ্ট্রের ‘মহাজুটি’-র তিন শরিক দলের বৈঠক হয় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত। কিন্তু তারপরেও এখনও অবসান ঘটেনি এই জল্পনার। শুক্রবারেও স্পষ্ট হয়নি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে কে হাতে পাবে মহারাষ্ট্রের শাসনভার!
শাহের সঙ্গে বৈঠকে ফড়ণবীস (Maharashtra CM)
বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সঙ্গে বৈঠক করেন দেবেন্দ্র ফডণবীস, শিবসেনার নেতা একনাথ শিন্ডে ও অজিত পওয়ারেরা (Maharashtra CM)। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং এনসিপি নেতা প্রফুল পটেল।
আরও পড়ুন: Hemant Soren Oath: ফের ঝাড়খন্ডের মসনদে হেমন্ত! শপথে উপস্থিত ইন্ডিয়া জোটের নেতারা
কী বললেন শিন্ডে?
বৈঠকের পর শিবসেনা একনাথ শিন্ডে বলেছেন, তাদের এই বৈঠকে ইতিবাচক হয়েছে, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নড্ডার সঙ্গে আলোচনা করলাম। একই সঙ্গে শিবসেনা প্রধান একনাথ শিন্ডে জানান, কে মুখ্যমন্ত্রী হবেন, তা স্থির করতে আরও একটি বৈঠক হবে মুম্বাইতে। সেই বৈঠকের পর চুড়ান্ত করা হবে কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী।
কী বলছে বিজেপি সূত্র?
বিজেপির কিছু সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে মূলত মন্ত্রিসভার সম্ভাব্য গঠন নিয়ে আলোচনা হয়েছে। মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভায় দলের অন্তত ১২ জনকে রাখার দাবি জানিয়েছেন শিবসেনা প্রধান একনাথ শিন্ডে। সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে ২০ জন স্থান পেতে পারেন মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভায়। এছাড়াও এই মন্ত্রীসভায় এনসিপি-এর তরফ থেকে থাকতে পারবেন ১০ জন। এই আবহে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু করেছে।
পদ ছাড়তে রাজি শিন্ডে?
এই বৈঠকের পর বিজেপির একটি সূত্রে দাবি করা হয়েছে, শিবসেনা প্রধান একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী পদে ছাড়তে রাজি হয়েছেন। এজন্য বিজেপি সূত্রে খবর মিলছে, বিজেপির পছন্দের আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুখ দেবেন্দ্র ফড়ণবীসের মুখ্যমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। এই বৈঠকের পর এমন খবরও শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী পদ দেবেন্দ্র ফড়ণবীসকে ছাড়লেও স্বরাষ্ট্রমন্ত্রী পদ নিজের দখলেই রাখবেন শিবসেনা প্রধান একনাথ শিন্ডে।
কার দখলে কোন পদ
সেক্ষেত্রে অর্থ দপ্তরের দায়িত্ব যেতে পারে এনসিপি নেতা অজিত পাওয়ারের হাতে। মুখ্যমন্ত্রী না হলে কী ‘সান্ত্বনা পুরষ্কার’ পাবেন শিবসেনা প্রধান একনাথ শিন্ডে তা এখনো পরিস্কার করা হয়নি। কেউ কেউ দাবি করছেন, শিন্ডেকে মন্ত্রীসভায় কোনও গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হতে পারে। আবার এমন দাবিও সামনে আসছে, কেন্দ্রীয় মন্ত্রীসভায় কোনও দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে শিন্ডেকে। এই জল্পনাকে আরও বড় হয়েছে। কেননা, আমিত শাহের সঙ্গে বৈঠকের পর মুম্বই ফিরে এসেছেন অজিত পাওয়ার ও ফড়ণবীস। কিন্তু, এখনও দিল্লিতেই রয়েছেন একনাথ শিন্ডে।