ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রের ভোটে বাজিমাত NDA-জোটের। মহারাষ্ট্র বিধানসভা (Maharashtra Election) আসনে দুই-তৃতীয়াংশ আসনে এগিয়ে রয়েছে NDA জোট। মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন রয়েছে ২৮৮ টি।তার মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ২১০ টির বেশি আসনে এগিয়ে রয়েছে NDA জোট। লাগাতার বেশ কিছু সময় ধরে NDA-জোট ২০০ টির বেশি আসনে এগিয়েছে রয়েছে। ভোটের ফল যেকোনো সময় পরিবর্তন হতেই পারে তবে NDA-জোটের দুই- তৃতীয়াংশ আসনে এগিয়ে থাকায় এখনও পর্যন্ত ভোটের ফল NDA- শিবিরের দিকেই ঝুঁকছে বলে মনে করা হচ্ছে।
আগে ক্ষমতায় কে? (Maharashtra Election)
এর আগে মহারাষ্ট্রের (Maharashtra Election) ‘মহাজুটি’ তথা NDA-এর সরকার ক্ষমতায় ছিল। যার মুখ্যমন্ত্রী ছিলেন একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের জনগণ এবার যে পরিবর্তনের পক্ষে ভোট দেয়নি তা এখনই পরিস্কার করে না বলা গেলেও বেশ কিছু সময়ের ট্রেন্ড সেটারই ইঙ্গিত দিচ্ছে। ‘মহাজুটি’ তথা NDA- জোটে শরীক হিসেবে রয়েছে বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি।
প্রধান বিরোধী (Maharashtra Election)
অন্যদিকে মহারাষ্ট্রে (Maharashtra Election) প্রধান বিরোধী জোট হিসেবে রয়েছে I.N.D.I.A জোট বা ‘মহাবিকাশ আগাড়ী’। যার মধ্যে রয়েছে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং শরদ পাওয়ারের এনসিপি। সকালে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ শুরু হলে প্রথম থেকেই লাগাতার এগিয়ে রয়েছে NDA-জোট। সহজেই ম্যাজিক ফিগারের গণ্ডি পেরিয়ে এখন ‘মহাজুটি’ ২১০টির বেশি আসনে এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: Rahul Gandhi: আদানিকে গ্রেফতার করার দাবি রাহুলের!
কে এগিয়ে?
অন্যদিকে I.N.D.I.A জোট বা ‘মহাবিকাশ আগাড়ী’ সকাল থেকেই পিছিয়ে রয়েছে। দুপুর ১২ টায় ‘মহাবিকাশ আগাড়ী’ মাত্র ৫৬টি আসনে এগিয়ে ছিল। যা ১৪৪ টি আসনের ম্যাজিক ফিগার থেকেই অনেক বেশি ব্যবধান।
সময় বাকি
তবে বিধানসভা নির্বাচনের ফল স্পষ্ট হতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। কেননা এখনও অনেকগুলি রাউন্ডে ভোট গননা বাকি রয়েছে। যত সময় এগোবে তত বেশি স্পষ্ট ভাবে বোঝা যাবে মহারাষ্ট্রের ক্ষমতা এবার কার হাতে যাবে। তবে ভোট শেষ হওয়ার পর থেকে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছিল। যে সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল মহারাষ্ট্রের শাসন ক্ষমতা আবারও NDA-জোট তথা ‘মহাজুটি’র হাতে যাবে। আর সেই সমীক্ষা এখনও পর্যন্ত যে ট্রেন্ড চলছে কয়েক ঘণ্টা ধরে তাতে অনেকাংশে মিলে যাচ্ছে বলেই ধারণা করছেন অনেকে।
আরও পড়ুন: Gautam Adani: ফের ঘুষ-কাণ্ডের ফাঁপরে আদানি গোষ্ঠী, জারি গ্রেফতারি পরোয়ানা, শেয়ার বাজারে নামল ধস
এগিয়ে এনডিএ
তবে যেহেতু অনেক গুলো রাউন্ডের ভোট গননা এখনও বাকি রয়েছে তাই বর্তমানের এই ব্যবধান শেষ পর্যন্ত বজায় নাও থাকতে পারে।তবে বেশ কিছু আসন এদিক ওদিক হলেও ভোটের ফলে খুব বেশি প্রভাব পড়বে না। যদি বড়ো আকারে ভোটের ফলের ট্রেন্ড পরিবর্তন না হয় তাহলে NDA – শিবিরে আরও খুশির হাওয়া বইতে পারে।