ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ফলে (Maharashtra Election) ইতিমধ্যেই ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে আবারও মহারাষ্ট্রের ক্ষমতা দখল করতে চলেছে NDA জোট। যদিও এখনো ভোট গণনা সম্পূর্ণ হয়নি, তবে বেশ কয়েক ঘণ্টার ট্রেন্ড বলছে NDA জোট দুই তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে রয়েছে। ভোটের ফলে আর যদি বড় ধরনের ওঠা নামা না হয় তাহলে আবারো মহারাষ্ট্রে সরকার গড়বে NDA জোট।
সকাল থেকে এগিয়ে এনডিএ (Maharashtra Election)
সকাল থেকেই NDA-জোট এগিয়ে রয়েছে, যার ইঙ্গিত আগেই মিলেছিল বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা থেকে (Maharashtra Election)। জয়ের ইঙ্গিত মিললেও, NDA জোটের জয় এখনো নিশ্চিত হয়নি। কিন্তু তার আগেই NDA-জোট তথা ‘মহাজুটি’-র মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার দাবি (Maharashtra Election)
শিবসেনার তরফে বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে আবারও মুখ্যমন্ত্রী করার দাবি জানালেও বিজেপি তাকে মুখ্যমন্ত্রী করতে চাইছে না এমনই জল্পনা তৈরি হয়েছে। জল্পনা তৈরি হয়েছে এই নির্বাচনে জয় লাভ করলে বিজেপি আর একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেবে না। তার বদলে নির্বাচনে জয়ের পর বিজেপি মুখ্যমন্ত্রী করতে পারে দেবেন্দ্র ফড়ণবীসকে। এই দেবেন্দ্র ফডণবীসকে একজন আর.এস.এস- ঘনিষ্ট হিসেবে পরিচিত। আর এবার নির্বাচনে জয়ের পর তাকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করতে পারে বলে শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন: Maharashtra Election: মহারাষ্ট্রে নয়া রেকর্ড! লাগাতার দুই- তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে NDA জোট
জোটের মধ্যে এগিয়ে বিজেপি
ইতিমধ্যেই ভোটের ফলে পরিষ্কার হতে শুরু হয়েছে, বিজেপি মহারাষ্ট্রে ১২০টির বেশি আসনে জয় লাভ করতে পারে। যা আগের বারের নির্বাচনের থেকে অনেকটা বেশি। অন্যদিকে শিবসেনার আসনের সংখ্যাও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগের নির্বাচনে বিজেপি ১০৫টি আসনে জয় লাভ করেছিল, সেখানে এখনও পর্যন্ত লাগাতার ১২০টির বেশি আসনে এগিয়ে রয়েছে।

পিছিয়ে শিন্ডে
যেখানে শিবসেনা আগের নির্বাচনে ৪১টি আসনে জয় লাভ করেছিল, সেখানে এই নির্বাচনে এখনও ৫০ টির বেশি আসনে এগিয়ে রয়েছে। ফলে এই দুটি দলেরই আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে এই দুটি দলের থেকেই যে কেউ মুখ্যমন্ত্রী পদ পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে সেটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে এক্ষেত্রে বিজেপি পছন্দ হিসেবে বার বার উঠে আসছে আর.এস.এস- ঘনিষ্ট দেবেন্দ্র ফড়ণবীসের নাম।
আরও পড়ুন: Rahul Gandhi: আদানিকে গ্রেফতার করার দাবি রাহুলের!
কী বললেন শিবসেনার মুখপাত্র
এরপরেই শিবসেনার মুখ্যপাত্র সঞ্জয় শিরসত বলেন, ”আমাদের নেতা একনাথ শিন্ডে। তিনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা মেনে চলব।“ তবে একনাথ শিন্ডেকে বিজেপি পুনরায় মুখ্যমন্ত্রী পদে বসাতে রাজি না হলে কি ভাঙতে পারে মহারাষ্ট্রের ‘মহাজুটি’-শিবির। সেই সম্ভবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহল।