ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিতর্ক যেন পিছু ছাড়ছেই না মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটের। কয়েক মাস আগেই কৃষকদের নিয়ে তাঁর মন্তব্য নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল (Maharashtra Minister)। এবার নতুন করে বিতর্কে নাম জড়াল বিধানসভায় বসে অনলাইনে তাস খেলার ঘটনায়। যার পরিণতিতে তাঁকে হারাতে হল কৃষিমন্ত্রকের দায়িত্ব। তবে আশ্চর্যজনক ভাবে, ‘খেলার প্রতি ঝোঁক’ দেখিয়ে তাঁকে ক্রীড়ামন্ত্রকের দায়িত্বে বসানো হয়েছে।
বিধানসভায় তাস খেলায় মন্ত্রিত্ব হারালেন (Maharashtra Minister)
ঘটনা সূত্রে জানা গিয়েছে, বিধানসভা অধিবেশন চলাকালীন মানিকরাওকে (Manikrao Kokate) মোবাইলে তাস খেলতে দেখা যায়(Maharashtra Minister)। ভিডিও ভাইরাল হতে দেরি হয়নি। মুহূর্তেই দল এবং সরকারের অন্দরমহলে ব্যাপক চাপ তৈরি হয়। তাঁর এই দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ হন মন্ত্রীসভার সদস্যরাও। ঘটনার গুরুত্ব বুঝেই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এবং অজিত পাওয়ার বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত হয়—মানিকরাও কোকাটেকে কৃষিমন্ত্রকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।
নতুন কৃষিমন্ত্রী কে? (Maharashtra Minister)
অজিত পাওয়ারের গোষ্ঠীভুক্ত এনসিপি-র বিধায়ক মানিকরাওয়ের জায়গায় নতুন কৃষিমন্ত্রী করা হয়েছে দত্তাত্রেয় ভারনেকে(Maharashtra Minister)। যদিও মানিকরাওকে সরকার একেবারে ‘খালি হাতে’ ফেরায়নি। তাঁকে ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে মানিকরাও নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান। তিনি স্পষ্ট করে জানান, এমন ঘটনা আর হবে না। কিন্তু ক্ষত মুছল না। বিধানসভায় একজন মন্ত্রীর এই ধরনের আচরণ শুধু অশোভন নয়, গোটা সরকারের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর—এমনটাই মত দলের অনেকের।

আরও পড়ুন: Disproportionate Case : ৩০ কোটির সম্পত্তি উদ্ধার! কর্নাটকে প্রাক্তন কেরানির বাড়িতে তল্লাশি
পদত্যাগে চাপ দেওয়া হয়নি (Maharashtra Minister)
প্রশাসনিক সূত্র বলছে, মানিকরাওকে পদত্যাগে চাপ দেওয়া হয়নি(Maharashtra Minister)। তবে দলীয় এবং মন্ত্রীসভার অন্দর থেকে চাপ ক্রমশ বেড়েই চলেছিল। এমনকি এনসিপি-র অন্দরেও তাঁর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছিল। পরিস্থিতি বিবেচনায় তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন মানিকরাও। কয়েক মাস আগে শস্যবিমা নিয়ে বলেছিলেন, “আজকাল ভিখারিরাও এক টাকা নেয় না, অথচ আমরা এক টাকায় কৃষকদের বিমা দিচ্ছি।” এই মন্তব্য ঘিরেও চরম অস্বস্তিতে পড়ে সরকার। যদিও পরে তিনি বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

আরও পড়ুন: Prajwal Revanna : ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি প্রজ্বল রেভান্না!
সব মিলিয়ে, একাধিক বিতর্কে জড়ানো মানিকরাও কোকাটে শেষমেশ কৃষিমন্ত্রকের দায়িত্ব হারালেও, রাজনীতির মাঠে ‘তাস খেলার শখ’-এর জন্য পেলেন ক্রীড়ার দায়িত্ব। এটি নিছক ‘ট্রান্সফার’ না কি ‘ব্যঙ্গাত্মক পুরস্কার’, তা নিয়ে চলছে জোর চর্চা।