ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহাশিবরাত্রিতে (Mahashivratri 2025) কুম্ভ রাশিতে বুধ, সূর্য ও শনির ত্রিগ্রহী যোগ থাকবে। ৩০ বছর পর বিরল এই যোগের কারণে এই বছরের মহাশিবরাত্রির মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। তার ওপর মহাশিবরাত্রিতেই শেষ পূণ্যস্নানের মধ্যে দিয়ে অবসান হবে ১৪৪ বছর পর প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের। ফলে আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন হতে চলেছে এক মাহাত্ম্যপূর্ণ দিন। জেনে নিন বিভিন্ন রাশির জাতকরা এ দিন কে কী ভাবে শিব-পার্বতীর আরাধনা করবেন। এই প্রতিবেদনে রইলো মেষ রাশি থেকে কন্যা রাশির জাতকরা কীভাবে পুজা করবেন মহাদেবের।
মেষ রাশি (Mahashivratri 2025)
গুড়ের জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন(Mahashivratri 2025)। তারপর লাল পেড়া, লাল চন্দন ও করবী ফুল দিয়ে মহাদেব ও পার্বতীর পুজো করুন মেষ রাশির জাতকরা। লাল রং আপনার রাশির জন্য শুভ হওয়াই মহাদেবের পুজো আপনি লাল রঙের সব বস্তু দিয়েই সম্পূর্ণ করুন।

বৃষ রাশি (Mahashivratri 2025)
দই দিয়ে প্রথমে শিবলিঙ্গের অভিষেক করে তারপর চিনি, চাল, সাদা চন্দন ও সাদা ফুল দিয়ে মহাশিবরাত্রির(Mahashivratri 2025) পুজো করুন বৃষ রাশির জাতকরা। বৃষ রাশির জাতকদের শুভ রং সাদা। তাই মহাদেবের পুজোয় সব সামগ্রী সাদা রঙের রাখুন, এতে মহাদেব তুষ্ট হবেন।

মিথুন রাশি
মিথুনের জাতকরা মহাশিবরাত্রিতে প্রথমে আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। তারপর সবুজ ডাল, দুর্বা ঘাস ও কুশ দিয়ে আরাধনা করুন। মিথুন রাশির জাতকদের শুভ রং সবুজ। তাই মহাদেবের পুজো সবুজ রঙের বস্তু দিয়েই করা শুভ হবে আপনার জন্য।

আরও পড়ুন: MahaShivratri 2025: আশুতোষ একটি বেলপাতাতেই তুষ্ট, জানুন এই বেলপাতার টোটকা, জীবনে হবেনা অর্থাভাব
কর্কট রাশি
ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে কর্কট রাশির জাতকদের। তারপর চাল, কাঁচা দুধ, সাদা আকন্দ ফুল এবং সাদা অপরাজিতা দিয়ে পুজো করুন। যার ফলে মহাদেব তুষ্ট হবেন আপনার উপর(Mahashivratri 2025)।

সিংহ রাশি
আপনি সিংহ রাশির জাতক হলে মহাশিবরাত্রিতে গুড়ের জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। গুড় দিয়ে তৈরি ক্ষীর, চাল ও মাদার ফুল দিয়ে শিব পার্বতীর পুজো করুন।

কন্যা রাশি
মহাশিবরাত্রিতে আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করার পর ভাং, দুর্বা, মুগ ডাল এবং বেলপাতা দিয়ে পুজো করুন কন্যা রাশির জাতকরা।
