ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘মহাবতার নরসিংহ ‘ (Mahavatar Narsimha) একটি ভারতীয় অ্যানিমেটেড পৌরাণিক অ্যাকশন চলচ্চিত্র। যে ছবি মুক্তির মাত্র ১৩তম দিনে আয় করে ফেলেছে ৬ কোটি টাকা। যা ইতিমধ্যেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে। এমনকি আয়ের দিক থেকেও , ‘সইয়ারা’ , ‘সন অফ সদ্দার ২’ ও ‘ধড়ক ২’ কে হার মানিয়ে দিয়েছে। তবে এই সমস্ত ছবিগুলির মাঝেও দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে ‘ মহাবতার নরসিংহ ‘। এটি একটি অ্যানিমেটেড ছবি । যার আয় ক্রমাগত বাড়তে থাকছে। মুক্তির ১৩ দিনে নরসিংহ ব্লকবাস্টার ‘সইয়ারা’কে ছাড়িয়ে গিয়েছে।
পিছনে ফেলে এগিয়ে যাওয়া (Mahavatar Narsimha)
১৮ জুলাই মুক্তি পেয়েছিল ‘সইয়ারা ‘ (Mahavatar Narsimha)। ৬ ই আগস্ট এই ছবির আয় হয়েছিল ৬ কোটি টাকা বলে শোনা গিয়েছিল। অন্যদিকে ‘ মহাবতার নরসিংহ ‘ আয় করে মোট ১১২.৮০ কোটি টাকা । অর্থাৎ সইয়ারার থেকেও বক্স অফিসে বেশি আয় করে ‘ মহাবতার নরসিংহ’।
ক্রমশ আয় বাড়তে থাকে (Mahavatar Narsimha)
জানা গিয়েছে ৬ ই আগস্ট ‘ধড়ক ২ ‘ এর আয় হয়েছিল ১ কোটি, ‘সন অফ সর্দার ২’ আয় করেছিল ১.৬৪ কোটি টাকা (Mahavatar Narsimha)। যেখানে প্রথম দিনে মহাবতার নরসিংহ আয় করেছিল ১.৭৫ কোটি টাকা। দ্বিতীয় দিনে আয় বেড়ে হয় ৩.২৫ কোটি ও তৃতীয় দিনে ছবিটির আয় হয় প্রায় ৯.৫ কোটি টাকা। তারপর বাড়তে থাকে এই ছবির আয় । ক্রমশ নরসিংহ ছবির বক্স অফিসের আয় বাড়তে থাকবে বলে অনুমান করা হচ্ছে।
ছবির কাহিনী
‘মহাবতার নরসিংহ ‘ ছবি ভগবান নরসিংহ , হিরণ্যকশিপু ও প্রহ্লাদের ভক্তির কাহিনী নিয়ে নির্মিত। অর্থাৎ ভগবান বিষ্ণুর দশম অবতারের ওপর ভিত্তি করে এই ছবি। দৈত্য রাজা হিরণ্যকশিপু অপরিসীম শক্তি অর্জনের পর নিজেকে দেবতা বলে ঘোষণা করে ও ভগবান বিষ্ণুর বিরোধিতা করেন। কিন্তু তাঁর পুত্র প্রহ্লাদ বিষ্ণুর প্রতি অনুগত থাকেন। ফলে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। তখনই বিষ্ণুর আরেক রূপ নৃসিংহ রূপ ধারণ করেন প্রহ্লাদকে রক্ষা করার জন্য। অন্যদিকে ধর্ম পুনরুদ্ধার করার জন্য তাঁর আবির্ভাব ঘটে।
আরও পড়ুন: Rahul-Debadrita: ট্রোলে খারাপ লাগা নেই, কলেজ বেলার প্রেমে রাহুল-দেবাদৃতা!
দর্শকের চাহিদা
‘মহাবতার নরসিংহ ‘ সিনেমাটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। তাই হলমুখী হচ্ছে দর্শক । ছবিটি নবম দিনে প্রায় ১৫ কোটি ও দশম দিনে ২৩ কোটি পর্যন্ত আয় করেছে বলে শোনা গিয়েছে। সিনেমাটি প্রথমে যে পরিমাণ প্রেক্ষাগৃহ নিয়ে প্রদর্শনী শুরু করেছিল , দর্শকের চাহিদার কারণে পরবর্তীকালে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ানো হয়েছে বলে শোনা গিয়েছে। শোনা গিয়েছে ভারতের বক্স অফিসে ১০৬.০৫ কোটি টাকা ছুঁয়ে ফেলেছে। তবে এতেই থেমে নেই নরসিংহ।