ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজনীতির মঞ্চে দীর্ঘদিনের সহযাত্রী (Mahua Moitra Reception), এবার জীবনের পথেও একসঙ্গে পা রেখেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্র। গত মে মাসে জার্মানির বার্লিনে গোপনেই বিয়ে সারেন তাঁরা। এরপর জুন মাসে তাঁদের বিবাহের খবর প্রকাশ্যে আসে। আর এবার রাজধানী দিল্লিতে আয়োজিত হল তাঁদের রিসেপশন।
উপস্থিত ছিলেন কারা? (Mahua Moitra Reception)
মঙ্গলবার দিল্লির এক অভিজাত হোটেলে আয়োজিত এই রিসেপশন পার্টিতে (Mahua Moitra Reception) উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী, সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেত্রী। তাঁরা নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান।
লাল শাড়িতে মহুয়া (Mahua Moitra Reception)
উৎসবের দিনটিতে নজর কাড়েন নববধূ মহুয়া নিজেই (Mahua Moitra Reception)। লাল শাড়ি ও সোনার গয়নায় সজ্জিত মহুয়া মৈত্রকে একদম রাজকীয় দেখাচ্ছিল, তেমনই বর পিনাকী মিশ্রকেও দেখা যায় সাদা-লাল ধুতি-পাঞ্জাবিতে। দু’জনের উপস্থিতি পার্টিতে জুড়ে এনে দেয় এক ছন্দময় সৌন্দর্য।

আমন্ত্রণের তালিকায় কারা?
এই অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করে তোলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে-ও উপস্থিত ছিলেন রিসেপশনে। তিনি পরে সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির সঙ্গে ছবি শেয়ার করে তাঁদের শুভেচ্ছাও জানান। তবে আমন্ত্রিতদের তালিকায় থাকলেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেননি। দলীয় বৈঠকের কারণে তিনি রিসেপশনে যোগ দিতে পারেননি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: WB GST Collection: রাজ্যে জিএসটি আদায়ে ১২% বৃদ্ধি, জানালেন মুখ্যমন্ত্রী…
উল্লেখযোগ্যভাবে, বার্লিনে মহুয়া-পিনাকীর বিবাহ অনুষ্ঠান ছিল একেবারে ঘরোয়া, কাছের কিছু বন্ধু-বান্ধবের উপস্থিতিতেই সম্পন্ন হয় তাঁদের চার হাত এক হওয়ার পর্ব। রাজনীতির পাশাপাশি দু’জনেই যুক্তি-তর্কের জগতে অভিজ্ঞ, এবং তাঁদের মানসিক মিলই হয়তো এই সম্পর্কের ভিত্তি।