ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এলাকার (Mainaguri School) একটি স্কুলে শিক্ষিকাদের কমন রুমে সিসিটিভি ক্যামেরা বসানোর ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষিকারা প্রতিবাদ জানিয়েছেন। অভিযোগ উঠেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অফিসে বসে কমন রুমের শিক্ষিকাদের ছবি নিয়মিত পর্যবেক্ষণ করেন।
শিক্ষিকাদের বক্তব্য (Mainaguri School)
শিক্ষিকাদের বক্তব্য, ক্লাস নেওয়ার পর তারা কমন রুমে বিশ্রাম নেন, যেখানে তারা আরামদায়ক (Mainaguri School) পরিবেশে থাকতে চান। কিন্তু সিসিটিভির কারণে তাদের গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে। তারা জানান, সিসিটিভির ছবি পেন ড্রাইভে নিয়ে যাওয়া হয়, যা অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সিসিটিভি অপসারণের দাবি
স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার সময় নিরাপত্তার (Mainaguri School) জন্য সিসিটিভি বসানো হলেও কমন রুমে তা স্থাপন করা হয়নি। তারা অবিলম্বে সিসিটিভি অপসারণের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: Arjun Singh: থানায় হাজিরা দিলেন না অর্জুন সিং, বাড়ছে বিতর্ক!
ভিত্তিহীন অভিযোগ!
অপরদিকে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করেন, সব অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, “সিসিটিভি বসানোর পর স্কুলের বিভিন্ন অনিয়ম বন্ধ হয়েছে এবং নিরাপত্তা বাড়িয়েছে।” তিনি উল্লেখ করেন, ম্যানেজিং কমিটির নির্দেশে সিসিটিভি খোলা যাবে না।

সমাধান?
এদিকে, জেলা স্কুল পরিদর্শক এই বিষয়টি স্কুল পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে সমাধান করার পরামর্শ দিয়েছেন। স্কুলে শিক্ষিকাদের গোপনীয়তা এবং সুরক্ষা নিয়ে চলমান এই বিতর্কে স্থানীয় শিক্ষামহলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।