ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় অভিনেতা মৈনাক তাঁর এক ভক্তের প্রশংসা বার্তা তুলে ধরলেন সকলের কাছে। মৈনাক ব্যানার্জি (Mainak Banerjee) একজন জনপ্রিয় অভিনেতা । আর তিনি যে ভক্তের কথা বলেছেন, সেই ভক্ত মৈনাককে প্রশংসা করেছেন দু’বছর আগের হয়ে যাওয়া ধারাবাহিক নিয়ে। অর্থাৎ দু’বছর আগের ধারাবাহিকের অভিনয় নিয়ে প্রশংসা পেলেন অভিনেতা মৈনাক। মৈনাক কী লিখলেন? কার কথা লিখলেন তিনি?
প্রশংসার ঝুলি
অভিনেতা মৈনাক ব্যানার্জি (Mainak Banerjee) মধুরিমা নামে ফেসবুক ব্যবহারকারী তাঁর এক ভক্তের মেসেজের স্ক্রিনশট শেয়ার করে নিলেন সকলের সাথে। আর এই স্ক্রিনশট অন্য কোনও কারণ নয়, অভিনেতা একে বিশেষ প্রাপ্তি বলে মনে করেন। আসলে ২০২৩ সালে শুরু হয়েছিল ‘ইচ্ছে পুতুল ‘ ধারাবাহিক। যে ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয় হয়েছিলেন মৈনাক। সম্প্রতি ‘ মিঠিঝোরা ‘ ধারাবাহিকে অভিনেতাকে দেখা গিয়েছিল অভিনয় করতে।

বিশাল পাওয়া
আসলে মৈনাক যে ছবিটি শেয়ার করেছেন ,সত্যি তা এক অভিনেতার কাছে ভালোলাগার মুহূর্ত। কারণ যে ধারাবাহিক দু বছর আগে হয়ে গিয়েছে, সেই ধারাবাহিকের অভিনয় নিয়ে তিনি আজও প্রশংসা পাচ্ছেন। অভিনেতা ধন্যবাদ জানিয়েছেন অর্ক গঙ্গোপাধ্যায় ও শিল্পী মিত্রকেও। অভিনেতা মৈনাক মনে করেন , তাঁর কাছে বিশাল বড় পাওনা ভক্তের কাছে থেকে পাওয়া এই মেসেজ।
আরও পড়ুন: Jeetu-Ditipriya: মিটল ভুল বোঝাবুঝি, আবারও একসাথে জিতু-দিতিপ্রিয়া
মেসেজে কী ছিল ?
মধুরিমা নামে ওই অনুরাগী তার ঠাকুমাকে অনলাইনে কিভাবে সিরিয়াল দেখতে হয় তা শিখিয়ে দিয়েছিলেন। আর সেই ঠাকুমা ইচ্ছে পুতুল ধারাবাহিকটি দেখতে খুবই ভালোবাসতেন। ইচ্ছে পুতুলে সৌরনীলের চরিত্রে অভিনয় করতেন মৈনাক। আর মৈনাকের অভিনয় খুব প্রিয় ছিল মধুরিমার ঠাকুমার। তাই মৈনাককে সেই বার্তা পাঠিয়েছেন মধুরিমা।
ধন্যবাদ জানানো
মধুরিমার প্রশংসা বার্তায়, অভিনেতা মৈনাক (Mainak Banerjee) অনুরাগীর ঠাকুমাকে ধন্যবাদ জানিয়েছেন। সাথে ইউনিভার্সকেও ধন্যবাদ দিয়েছেন তিনি। ‘ইচ্ছে পুতুল ‘ ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০২৩ সালে। আর এই ধারাবাহিক শেষ হয়েছিল ২০২৪ সালে। ধারাবাহিকে মৈনাকের অভিনয় সে সময় দর্শকের বেশ নজর কেড়েছিল। সম্প্রতি শেষ হওয়া ‘মিঠিঝোরা ‘ ধারাবাহিকে নীলুর অর্থাৎ দেবাদৃতার বিপরীতে দেখা গিয়েছে মৈনাককে।