Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন একটি ছবির শুভ মহরত হয়ে গেল। যে ছবিতে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের ব্যক্তিগত জীবনের ওঠাপড়া, প্রেম, কেরিয়ার, বন্ধুত্ব সবকিছু নিয়েই ছবির পরিচালক ফুটিয়ে তুলতে চাইছেন কলকাতার একটি রূপকে। সংক্ষেপে বলা যায়, নতুন প্রজন্মে ছেলেমেয়েদের মনের কথা তুলে ধরবেন পরিচালক মৈনাক ভৌমিক (Made in Kolkata)। কোন ছবির মহরত হল ? কাদেরকে দেখা যাবে অভিনয়ে? কোন গল্প তুলে ধরবেন পরিচালক?
শুটিং শুরু
নতুন ছবির নাম ‘মেড ইন কলকাতা’ (Made in Kolkata)। ৩০ আগস্ট ২০২৫, দুর্গা মন্দিরে ছবির শুভ মহরত হয়ে গিয়েছে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ছবির কলা কুশলীরা। সেপ্টেম্বর থেকেই শুরু হবে ছবির শুটিং। বলা যেতে পারে, ছবির নামের মধ্যেই কলকাতাকে নিয়েই যে গল্প তা বোঝা যাচ্ছে। আজকাল ছেলে মেয়েরা সবাই নিজেদেরকে ক্যারিয়ার গড়তে কলকাতা ছেড়ে বাইরে ছুটে চলেছে। বিশেষত এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা কি ভাবে, কি করে ,কেন করে এইসব ছবির মাধ্যমে তুলে ধরার কথা ভেবেছেন পরিচালক মৈনাক ভৌমিক (Mainak Bhaumik)।

থাকছেন নতুন প্রজন্মের শিল্পীরা (Made in Kolkata)
‘মেড ইন কলকাতা’ ছবিতে অভিনয় করবেন নতুন প্রজন্মের একাধিক অভিনেতারা। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacherjee) ,সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik),অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee), অঙ্গনা রায় (Angana Roy), ঐশ্বর্য সেন (Aishorjyo Sen), ও আরও অনেকেই। এছাড়াও দেখা যাবে, শিঞ্জিনি (Shinjinee), এনাক্ষী গঙ্গোপাধ্যায় ও নন্দিনী চট্টোপাধ্যায়কে। শোনা যায়, ছবির পরিচালক মনে করেন ছবির গল্পকে ভালোমত ফুটিয়ে তুলতে লাগে অভিনয়, তারকা নয়।

আরও পড়ুন : Asia Cup 2025: এশিয়া কাপের ম্যাচের আগেই করা হলো সময় পরিবর্তন
পুরনো প্রেম
মেড ইন কলকাতা ছবির গল্পের মূল বিষয়বস্তু হলো কলকাতার প্রেম। শহরে পুরানো প্রেমের গল্প তুলে ধরবে যেখানে একদিকে শহরের ঐতিহ্য ,অন্যদিকে আধুনিক প্রজন্মের দৃষ্টিভঙ্গি। শুভ মহরতে উপস্থিত ছিল অনেকগুলি জনপ্রিয় মুখ। যাঁরা ছবিটির প্রতি তাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ছবিটির সাফল্য কামনা করেছেন (Made in Kolkata)।
আকর্ষণীয় করে তোলা
এই ছবিটি শহরের প্রতি দর্শকদের ভালোবাসা ও সিনেমার প্রতি আকর্ষণকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। মেড ইন কলকাতা ছবিটি বিশেষ ভাবে সেই সব দর্শকদের জন্য, যাঁরা কলকাতার পুরানো প্রেম এবং তার আধুনিক রূপ দেখে মুগ্ধ হন।সম্প্রতি খেয়াল করলে দেখতে পাওয়া যাবে ,সামনেই পুজো ,তার আগেই যেন বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকাছে পরিচালক থেকে শুরু করে প্রযোজকরা। একের পর এক নতুন ছবির ঘোষণা।

এটা বলাই বাহুল্য, বাংলা ছবি আবারও তার পুরনো জায়গা ফিরে পাচ্ছে। মাঝে বেশ কয়েক বছর মানুষ হলমুখী হয়নি ,বলা ভালো হলের দিকে যেতে পছন্দ করছিলেন না, হয়ত বা কনটেন্ট পছন্দ হচ্ছিল না ! তবে সাম্প্রতিক সিনেমাগুলি সাদরে গ্রহণ করছেন দর্শক। হই হুল্লোরে মেতে উঠছে সিনেমা হলগুলি। এটা বলা যেতে পারে, বাংলা সিনেমায় বক্স অফিসে লক্ষ্মী লাভ, যে তালিকায় আবারও হয়ত যুক্ত হতে চলেছে ‘মেড ইন কলকাতা’ (Made in Kolkata)।