Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার আগে বড় স্বদেশি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Maruti Suzuki)। মঙ্গলবার গুজরাতের হান্সালপুরে সুজুকি মোটর প্ল্যান্টে হাইব্রিড ব্যাটারি ইলেক্ট্রোডের স্থানীয় উৎপাদনের সূচনা করেন তিনি। একই মঞ্চ থেকে উদ্বোধন করেন মারুতি সুজুকির প্রথম গ্লোবাল ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল (BEV) ই-ভিতারা-র রপ্তানি। এই গাড়ি ইউরোপ ও জাপান-সহ একশোরও বেশি দেশে পাঠানো হবে।
আত্মনির্ভরতার পথে নতুন অধ্যায় (Maruti Suzuki)
অনুষ্ঠানের আগে টুইট করে প্রধানমন্ত্রী (Narendra Modi) লেখেন, “আজকের দিনটা ভারতের আত্মনির্ভরতার অভিযাত্রায় বিশেষ মাইলফলক। ই-ভিতারা দেশেই তৈরি হচ্ছে এবং তা একশোর বেশি দেশে রপ্তানি করা হবে(Maruti Suzuki)। পাশাপাশি, গুজরাতে হাইব্রিড ব্যাটারি ইলেক্ট্রোড উৎপাদনও শুরু হচ্ছে, যা আমাদের ব্যাটারি ইকোসিস্টেমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
লিথিয়াম-আয়ন ব্যাটারির দেশীয় উৎপাদন (Maruti Suzuki)
প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করেন সুজুকি, তোশিবা ও দেনসোর যৌথ উদ্যোগে তৈরি নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারি কারখানারও(Maruti Suzuki)। এই কারখানায় প্রয়োজনীয় উপাদান ও প্রক্রিয়ার ৮০ শতাংশেরও বেশি দেশেই তৈরি হবে, যার ফলে আমদানির উপর নির্ভরশীলতা কমবে এবং রপ্তানির পথ খুলবে। এর ফলে ভারত ধীরে ধীরে সুজুকির গ্লোবাল ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হবে।

আরও পড়ুন : Israel Palestine Conflict : দক্ষিণ গাজার হাসপাতালে ইজরায়েলি বোমা হামলায় নিহত ৪ সাংবাদিক সহ অন্তত ১৫
স্বদেশি কেনার আহ্বান (Maruti Suzuki)
লালকেল্লার ভাষণ থেকে শুরু করে মঙ্গলবার আহমেদাবাদের জনসভা পর্যন্ত বারবার আত্মনির্ভরতার কথা বলেছেন মোদী। উৎসবের মরসুমকে সামনে রেখে জনগণকে দেশীয় পণ্য কেনার অনুরোধও জানান তিনি। “নবরাত্রি, বিজয়া দশমী, ধনতেরাস, দীপাবলি—এই উৎসবগুলো আমাদের সংস্কৃতির উদযাপন। কিন্তু এগুলো যেন আত্মনির্ভরতার উৎসবও হয়। তাই আমি আবারও বলছি, আমরা যা কিনব তা হবে দেশীয়, হবে মেক ইন ইন্ডিয়া,” বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : US China Tariff War : চুম্বক রপ্তানি বন্ধ করলে চিনের উপর ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি
গ্লোবাল ই-এসইউভি ই-ভিতারা (Maruti Suzuki)
ই-ভিতারা একটি আন্তর্জাতিক মানের ইলেকট্রিক এসইউভি(Maruti Suzuki)। এর দৈর্ঘ্য ৪,২৭৫ মিমি, প্রস্থ ১,৮০০ মিমি, উচ্চতা ১,৬৪০ মিমি এবং হুইলবেস ২,৭০০ মিমি। এতে ব্যবহৃত হয়েছে ৩-ইন-১ ইলেকট্রিক সিস্টেম, যা মোটর, ইনভার্টার ও ট্রান্সমিশনকে একত্রিত করে। গ্রাহকদের জন্য থাকছে দুটি ব্যাটারি বিকল্প—
- ৪৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যার সঙ্গে যুক্ত সামনের মোটর উৎপন্ন করবে ১৪৪ হর্সপাওয়ার ও ১৮৯ নিউটন মিটার টর্ক।
- ৬১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যার সঙ্গে যুক্ত সামনের মোটর উৎপন্ন করবে ১৭৪ হর্সপাওয়ার ও ১৮৯ নিউটন মিটার টর্ক।
সুজুকির নতুন উৎপাদন প্ল্যান্ট ও ই-ভিতারার গ্লোবাল উদ্বোধন শুধু ভারতীয় অটো ইন্ডাস্ট্রির জন্য নয়, বরং আত্মনির্ভর ভারতের অভিযাত্রায় এক বড় পদক্ষেপ। উৎসবের মরসুমে মোদীর বার্তা স্পষ্ট—স্বদেশি হোক শক্তি, আর ভারত হোক সবুজ গতিশীলতার বৈশ্বিক কেন্দ্র।