ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মালাইকার (Malaika Arora) সঙ্গে বিচ্ছেদ হয়েছে। ভাঙা মন নিয়ে অবসাদে দিন কাটাচ্ছেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। আর ওদিকে মালাইকা কী করছেন? নতুন প্রেমের সম্পর্কে জড়ালেন নাকি তিনিও মন খারাপের মধ্যেই রয়েছেন?
অর্জুনের উল্টো পথে মালাইকা (Malaika Arora)
না, এমনটা তিনি করছেন না। অর্জুন যেটা করছেন, এখন তার উল্টো পথেই হাঁটছেন মালাইকা (Malaika Arora)। দীর্ঘদিনের প্রেমের পর বিচ্ছেদ হয়েছে মালাইকা আরোরা (Malaika Arora) আর অর্জুন কাপুরের। বিচ্ছেদ কেন হল? কেনই বা তাঁরা হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন, বিস্তারিত কিছু বলেননি। তবে এটা ঠিক, বিচ্ছেদ হয়েছে।
ট্যাটু করলেন অর্জুন (Malaika Arora)
অর্জুন এখন নিজের জীবনকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সে কথা বারংবার স্বীকার করেছেন। সেই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করছেন। এসবের মাঝে আবার শরীরে ট্যাটু করিয়েছেন তিনি। যেখানে লেখা রয়েছে, ‘ঈশ্বর সহায়’। কিন্তু এই যে অর্জুন সিঙ্গেল মন্তব্য করলেন। তাও আবার সর্বসম্মুখে। সেই মন্তব্যের কী পাল্টা জবাব দিলেন মালাইকা? অর্জুন নিজেকে সিঙ্গেল বলায় কী একটু ক্ষেপে গেলেন মডেল অভিনেত্রী?
আরও পড়ুন: Winkle Twinkle film: ব্রাত্য বসুর নাটক এবার ছবিতে, সৃজিতের পোস্টারে বড় ইঙ্গিত!
মালাইকার ভিডিয়ো (Malaika Arora)
অর্জুন যখন নিজেকে সিঙ্গেল (Single) দাবি করেছিলেন, তার কয়েকদিন পরেই ভাইরাল (Viral) হয় মালাইকার (Malaika Arora) একটি ভিডিয়ো। অভিনেত্রীর শার্টে বড় বড় করে লেখা ছিল, “আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি”।
দিব্যি আছে মালাইকা
ইনস্টাগ্রামে (Instagram ) দ্রুত ভাইরাল হয় সেই ভিডিয়োটি। মালাইকাকে ছাড়া অর্জুনের যে মন ভালো নেই, আকার ইঙ্গিতে অভিনেতা সেটা বারংবার বুঝিয়ে দিয়েছেন। কিন্তু মালাইকা দিব্যি আছেন, বলছে বিটাউন। বিচ্ছেদের পর নিজের লাইফস্টাইলের উপর একটু বেশি করে নজর দিচ্ছেন তিনি। কি কি করতে হবে, তার তালিকাও করে রেখেছেন। নভেম্বর মাসে তিনি সমস্ত ক্ষতিকারক সঙ্গ ত্যাগ করবেন। এটাও জানিয়েছিলেন। আর সেই ক্ষতিকারক সঙ্গের মধ্যে রয়েছে খারাপ মানুষ আর মদ।
নতুন পোস্ট মালাইকার
এবার অভিনেত্রী তাঁর জীবনের সাফল্য, ব্যর্থতা এবং নানান চড়াই-উতরাই নিয়ে একটা পোস্ট করলেন। নিজের জীবনে প্রেম প্রসঙ্গে লিখে ফেললেন কয়েকটি লাইন। রেখেছেন তিনটি অপশন। প্রথমত, সম্পর্কে আছেন। দ্বিতীয়ত সিঙ্গেল। আর তৃতীয়ত একটা হাসির ইমোজি। মালাইকা এই তিনটি অপশনের মধ্যে বেছে নিলেন তিন নম্বর অপশনটি। অর্থাৎ হাসির ইমোজি।

আরও পড়ুন: Soumitrisha Kundu: নিজেই নিজেকে সিঁদুর পরালেন সৌমিতৃষা! বিয়ে করছেন কবে?
নিত্য নতুন শ্যুট
মালাইকা অবসাদে আছে কি নেই, সেটা তো তিনি জানেন। অর্জুনের মতো প্রকাশ্যে এসে কিছু বলেননি। তবে বেশ কয়েকদিন আগে বলেছিলেন, তিনি এখন নিত্য নতুন শ্যুট করবেন। নিজেকে ভালোবাসায় ভরিয়ে রাখবেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন। তিনি নিজেকে নিয়েই ডুবে থাকতে চান।
হঠাৎ কেন পোস্ট?
কিন্তু হঠাৎ করে সিঙ্গেল কথাটা নিয়ে তিনি পোস্ট করলেন কেন? এখানে জল্পনার ইঙ্গিত পাচ্ছেন নাটিজেনরা। অনেকেই বলছেন মালাইকা অর্জুনকে ঠুকে এই কথাটা বলেছেন। মালাইকা অর্জুনের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির এন্ট্রি হয়েছিল কিনা, তা জানা যায়নি। যদিও দু’জনে নতুন করে সম্পর্কে আপাতত জড়াননি।