ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত কয়েকদিন ধরে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ সামনে এসেছে। এবার নেতাজি ইন্ডোর থেকে ভুয়ো ভোটার নিয়ে সরাসরি অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুটি সংস্থার নাম উল্লেখ করে মমতার দাবি, বিজেপি এরাজ্যে তাদের পাঠিয়েছে ভোটার কার্ড জালিয়াতির জন্য। একেবারে হাতে কাগজ নিয়ে উদাহরণ টেনে সতর্ক করলেন দলীয় নেতা-কর্মীদের।
ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে একাধিকবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। ‘ভুয়ো ভোটার’ কার্ড নিয়ে নজরদারি বাড়িয়েছে নবান্নও। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে কর্মীসভায় নেতাদের আরেকবার সর্তক করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভানেত্রী অভিযোগ তুলেছেন, ‘ভূতুড়ে’ ভোটারের মাধ্যমে বাংলা দখলের খেলায় নেমেছে বিজেপি। তৃণমূল নেত্রীর আরও দাবি, ‘আধার কার্ডে কেলেঙ্কারি। বাংলার ভোটার তালিকায় হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহারের ভোটারদের নামও ঢোকানো হয়েছে।’
আরও পড়ুন: Firhad Hakim: কাউন্সিলরদের ভাতা বৃদ্ধির দাবি নাকচ, শাসক-বিরোধী পক্ষের গালে হাত!
নির্বাচনের কমিশনের দফতরে ধর্না দেওয়ার হুঁশিয়ারি (Mamata Banerjee)
বৃহস্পতিবার সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিজেপিকে তোপ দেগে অভিযোগ করেন, পাঞ্জাব-হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। নির্বাচন কমিশনের আশীর্বাদেই এ সব করা হচ্ছে। ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে নির্বাচনের কমিশনের দফতরে ধর্না দেওয়ার হুশিয়ারিও দেন তিনি।
ভোটার তালিকায় কারচুপি ধরতে জেলায় জেলায় কোর কমিটি গঠনের কথা ঘোষণা করলেন দলনেত্রী। ‘ভূতুড়ে’ ভোটার ধরতে ১০ দিনের ডেডলাইন বেঁধে দেন তিনি। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে কমিটিও গড়ে দিলেন এদিনের সমাবেশ থেকে। কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। জেলা থেকে এই কমিটির কাছে রিপোর্ট আসবে। ওই কমিটি কাজ না করলে প্রয়োজনে নিজে ‘ভূতুড়ে’ ভোটার বাছাইয়ের কাজ করবেন বলেও সাফ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন: Panagagarh Accident: সুতন্দ্রার মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১, সাদা গাড়ির চালক বাবলুকে আটক করল পুলিশ!
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মীসভা থেকে তার প্রস্তুতি কিছুটা এগিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আসন্ন নির্বাচনে বিজেপিকে রুখতে দলীয় নেতা-কর্মীদের সর্তক থাকার পাশাপাশি ভোটার তালিকা পরিষ্কারের ব্যপারে তিনি যে ওয়াকিবহাল দলকে সেই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো।