ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। জেলায় জেলায় অশান্তির ছবি। শুক্রবার দিনভর তাণ্ডব মুর্শিদাবাদের একাধিক জায়গায়। একাধিক জায়গায় সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। এই আবহে শনিবার দুপুরে রাজ্যবাসীর উদ্দেশে শান্তি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, ‘‘ওয়াকফ সংশোধনী আইন রাজ্য সরকার সমর্থন করে না। বাংলায় এই আইন বলবৎ হবে না।’’ তা সত্ত্বেও কেন হিংসা? সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘উস্কানিদাতাদের কোনও রকম রেয়াত করা হবে না।’’
মমতা লেখেন, ‘‘এই আইনটি কেন্দ্রীয় সরকার তৈরি করেছে। রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই। কেউ যদি এর প্রতিবাদ করতে চান, তা হলে কেন্দ্রের কাছেই উত্তর চাইতে হবে।’’ পাশাপাশি কিছু রাজনৈতিক দলের ধর্মের অপব্যবহার করার চেষ্টার কথাও তুলে ধরেন তিনি। তাঁর আবেদন, ‘‘প্ররোচনায় পা দেবেন না। ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা ও সম্প্রীতি।’’
পুলিশের তরফেও বার্তা (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বার্তার আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিমও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন জায়গায় গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে চিহ্নিত উস্কানিদাতাদের গ্রেফতার করা শুরু হয়েছে>
তৃণমূলের বিরোধিতা (Mamata Banerjee)
ওয়াকফ সংশোধনী আইন সংসদে পাস হওয়ার আগেই তা নিয়ে বিরোধিতা জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সংসদের যৌথ কমিটিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কড়া আপত্তির কথাও উঠে এসেছে। আইন কার্যকর হওয়ার পর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
সম্প্রতি এক ধর্মীয় সভায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছিলেন, ‘‘বাংলায় কেউ কারও ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে পারবে না। দিদি থাকতে সংখ্যালঘুদের সম্পত্তি সুরক্ষিত থাকবে।’’ কিন্তু তার পরেও রাজ্যে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রেক্ষিতে ফের মুখ্যমন্ত্রী শান্তির বার্তা দিলেন।