ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন উল্টোরথ। আগামী ৫ জুলাই হবে উল্টোরথ। আর ওইদিন রয়েছে মহরম। আবার ওই সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে শ্রাবণী মেলা। তাই শনিবার বিশেষভাবে সতর্ক থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার এই বিষয়ে নবান্নে একটি বৈঠক করেন তিনি। আসন্ন উল্টো রথযাত্রা, এবং মহররম উপলক্ষে রাজ্যজুড়ে নিরাপত্তা, স্বাস্থ্য এবং প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখতে এই বৈঠকের আয়োজন করা হয়। একইদিনে দুটি উৎসব পালনের ক্ষেত্রে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিয়ে বিশেষ বৈঠক করে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা পালন(Mamata Banerjee)
পুরীর মতো দিঘাতেও সমুদ্রের ধারে জগন্নাথ মন্দির তৈরি করেছেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের উদ্বোধন করেন তিনি। তার পর ২৭ জুন রথের দিনও মমতা দিঘায় ছিলেন। পুরীর আদলেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য তিনটি আলাদা রথ ছিল দিঘায়। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই রথের রশিতে টান পড়ে। সোনার ঝাড়ু উপহার দিয়েছিলেন মমতা। তা দিয়ে নিজে ঝাঁটও দেন রথযাত্রায়। এবার প্রথম দিঘার জগন্নাথ মন্দির থেকে বেরোয় রথ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এ বছরই প্রথম রথযাত্রা পালন করা হয়। উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেখানে উল্টোরথের আড়ম্বরও কম হবে না। তবে ওইদিন দিঘায় যাচ্ছেন না মমতা।
উল্টোরথের দিন কলকাতাতেই থাকবেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)
উল্টোরথের দিন কলকাতাতেই থাকবেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ জুলাই, শুক্রবার থেকে রাজ্যের একাধিক মন্ত্রীকে দিঘায় যাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা(Mamata Banerjee)। উল্টোরথেও দিঘায় ভিড় উপচে পড়ার সম্ভাবনা। পূর্তমন্ত্রী পুলক রায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমকলমন্ত্রী সুজিত বসু, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনকে দিঘা যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: Weather Forecast: দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস, উপকূলীয় জেলায় সতর্কতা জারি!
শ্রাবণী মেলা নিয়েও বৈঠকে আলোচনা
আগামী ১০ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। পুরো শ্রাবণ মাস জুড়ে এই মেলাকে কেন্দ্র করে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। রাজ্যের নানা প্রান্ত থেকে তো বটেই, রাজ্যের বাইরে থেকেও শ্রাবণী মেলায় আসেন বহু মানুষ। মহাদেবের মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করেন তাঁরা। জুলাই এবং অগস্ট মাসের অধিকাংশ সময় জুড়ে তারকেশ্বরে শ্রাবণী মেলার ভিড় থাকে। এই ভিড় সামাল দিতে প্রতি বছরই হিমশিম খেতে হয় জেলা প্রশাসনকে। তা নিয়েও বুধবারের বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।
আরও পড়ুন: Bar Council On Kasba Case : কসবা ল কলেজে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের লাইসেন্স বাতিল করল রাজ্য বার কাউন্সিল