ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্তোষ কাপ জয়ী বঙ্গ ফুটবলারদের হাতে তুলে দিলেন সরকারি চাকরির নিয়োগপত্র। পুলিশের চাকরি পেলেন বাংলার সন্তোষজয়ী (Santosh Trophy) ফুটবলাররা। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কেউ সাব-ইন্সপেক্টর ও কেউ কনস্টেবলের পদে পেলেন চাকরি।
সঞ্জয় সেনের কোচিংয়ে দীর্ঘদিন পর সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। ফাইনালে রবি হাঁসদার জয়সূচক গোলে কেরলকে হারিয়েছিল সঞ্জয় সেনের দল। তারপরেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কথা দিয়েছিলেন সন্তোষ কাপ জয়ী বঙ্গ ফুটবলারদের সরকারি চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘রবি হাঁসদার দুরন্ত গোলে জয় নিশ্চিত হল, যিনি টুর্নামেন্টে সর্বাধিক ১৩টি গোল করে গোল্ডেন বুট পেয়েছেন। কোচ সঞ্জয় সেনকে আন্তরিক অভিনন্দন।’
আরও পড়ুন: Higher Secondary Dropouts: কমছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, বাড়ছে স্কুলছুট
আরও পড়ুন: Tiger Fear: ফের বাঘ আতঙ্ক বাংলায়, ওড়িশা প্রশাসনকে কড়া বার্তা মমতার
পরে তাঁদের সঙ্গে নবান্নে দেখাও করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কারও ঘোষণা করেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) নির্দেশ দিয়েছিলেন সবার সরকারি চাকরির ব্যবস্থা করার জন্য। সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে যায়। শনিবার আইএফএ দপ্তরে সরকারি কাগজপত্রে সই করেন ফুটবলাররা। আর বুধবার ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) মহা সমারোহে বাংলার ফুটবলারদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপুরে ধনধান্য অডিটোরিয়ামে কোচ সঞ্জয় সেনের সঙ্গে উপস্থিত ছিলেন প্রায় সব ফুটবলাররা। অধিনায়ক চাকু মান্ডি, সৌরভ সামন্ত, আদিত্য পাত্র। পুলিশে চাকরি পেলেন ফুটবলাররা। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলের পদে চাকরি দেওয়া হল। বুধবার সন্তোষজয়ী ফুটবলারদের স্বপ্ন বাস্তবে পরিণত হল।