ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক (Mamata Banerjee In Administrative Meeting) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ফের দেখা গেল সেই চেনা মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। ভালো কাজের জন্য যেমন করলেন প্রশংসা, তেমন বুঝিয়ে দিলেন বরদাস্ত করবেন না ফাঁকিবাজি। গুরুত্ব দিলেন উন্নয়নের কাজে (Mamata Banerjee In Administrative Meeting)।
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee In Administrative Meeting)
উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক (Administrative Meeting At Alipurduar) করেন তিনি। উত্তরবঙ্গের একাধিক সরকারি প্রকল্প বাস্তবায়নের অস্বাভাবিক দেরি! আর তা দেখেই চরম ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আধিকারিকদের স্পষ্ট বার্তা, সরকারি কাজে কোনও ভাবেই ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না। প্রত্যেকের কাজের উপর নজরদারি করা হচ্ছে বলেও এদিন স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee In Administrative Meeting)।
‘কমপ্লেন এলে অ্যাকশন নেব’, বার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee In Administrative Meeting)
বুধবার আলিপুর দুয়ারের প্রশাসনিক সভা থেকে জেলা প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি (Clear Warning From CM), “গভর্মেন্ট প্রকল্পের জন্য কাউকে এক পয়সা দেওয়ার প্রয়োজন নেই। পরিষ্কার বলছি- কমপ্লেন এলে অ্যাকশন নেওয়া হবে (Action Will Be Taken On Complaints)। এফআইআর করা হবে। পুরো জেলার উন্নয়নের তালিকা হাতে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ৪৪১টি প্রকল্পের মধ্যে ৩০৩ টি শেষ হয়েছে। ১০৮টি প্রকল্পের কাজ সময়ে শেষ হয়নি। ৩০টি প্রকল্প ১ থেকে ৩ বছরের মধ্যে শেষ হয়নি (Mamata Banerjee In Administrative Meeting)।
আরও পড়ুন: Mamata Banerjee News: মালদহে প্রশাসনকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, দলীয় কর্মীদেরও জনসংযোগের নির্দেশ
আধিকারিকদের উদ্দেশ্যে প্রশ্ন মুখ্যমন্ত্রীর (CM Question To Officials)
জেলা প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “প্রত্যেকটা কাজের নজরদারি হচ্ছে (Every Job Is Monitored)। ভাববেন না, কলকাতা (Kolkata) থেকে আলিপুর দুয়ারের খুব দূরত্ব বেশি। এক সেকেন্ডে যোগাযোগ করা যায়। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমরা প্রত্যেকটা কাজের নজরদারি করি।”এরপরই একে একে বিভিন্ন দফতরের আধিকারিকদের রাজ্যের প্রশাসনিক প্রধান জানতে চান, “কেন মানুষের উন্নয়নের কাজ সময়ে শেষ হল না? কে দায়ী? কার গাফিলতিতে এগুলো সময়ে শেষ হল না?”

বনদফতরকে ধমক মুখ্যমন্ত্রীর (CM Scolds The Forest Department)
আলিপুর দুয়ারের যে গেস্ট হাউসে মুখ্যমন্ত্রী উঠেছেন, তার দেওয়ালে বন দফতরের একটি সতর্কতার পোস্টার! যাতে লেখা, “পাচারকারীদের গুলি করে মারা হবে’! এদিন প্রশাসনিক বৈঠকে ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “বন দফতরের পোস্টারে লেখা-পাচারকারীদের গুলি করে মারা হবে, এটা কোনও ভাষা হল? আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এটা লেখা হল না কেন?” আলিপুরদুয়ারে বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “আপনারা কি নিজেদের ভগবান মনে করেন? তা না হলে এগুলো হয় কী করে?”
আরও পড়ুন: Mamata Banerjee News: ‘ভাগবতের বক্তব্য দেশ-বিরোধী’, সাফ জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের
বন দফতরের সঙ্গে সমন্বয়ে ঘাটতি? (Lack Of Coordination With Forest Department)
মুখ্যমন্ত্রীর আশঙ্কা, জেলার সঙ্গে রাজ্যের বন দফতরের সমন্বয়ে ঘাটতি রয়েছে। সমস্যা মেটাতে এ জন্য এখন থেকে সপ্তাহে একদিন ভিডিও কনফারেন্সের (Video Conference) নির্দেশও দেন তিনি। একই সঙ্গে হাতির সংখ্যা বেড়ে যাওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “হাতির সংখ্যা বেড়ে গেছে। বারে বারে কেন্দ্রকে জানাচ্ছি। কিন্তু ওরা এবিষয়ে কোনও পদক্ষেপ করছে না।”
বাঘ নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Angry About The Tiger)
আগেই পড়শি রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে মমতা এও বলেছিলেন, “না পারলে বলে দিন, বাঘকে আমরা রেখে দেব!” এবারে নাম না করে ওড়িশা (Orissa) , ঝাড়খণ্ডকে (Jharkhand) কটাক্ষ মুখ্যমন্ত্রীর। “বাঘ পালিয়ে আসে কেন রোজ রোজ? তোমার বাঘ তুমি সামলাতে পারছো না কেন!” মুখ্যমন্ত্রীর দাবি, “ওরা নিশ্চয়ই বাঘকে খেতে দেয় না! তাই বাঘ পালিয়ে আসে আর আমাদের গ্রামগুলো ভয়ে কাঁপে। আর যেই ধরা হল, ওমনি ওরা ফোন করে- ফেরৎ নেওয়ার জন্য লাফালাফি করতে থাকে! এবার বাঘ এলে ওদের বলবে- তোমাদের লোক পাঠাও!”
আলিপুরদুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী ফের স্পষ্ট করলেন তিনি আছেন স্বমহিমায়। কাজ না হলে রেয়াত নেই কারোর।