ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের এখনও একবছর বাকি। তার আগে দলকে চাঙ্গা করতে এবার দলীয় নেতা কর্মীদের চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি-বাড়ি গিয়ে জনসংযোগ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)।
মঙ্গলবার মালদহে সরকারি পরিষেবার অনুষ্ঠানে হাজির হয়ে দলের নেতা কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের বার্তা দেওয়ার পাশাপাশি তিনি বলেন, সপ্তাহে একদিন একঘন্টা করে গরীব মানুষের বাড়িতে গিয়ে চা খান। চা পাতা, চিনি কিনে নিয়ে যান। মানুষের সঙ্গে মিশুন। জিজ্ঞাসা করুন তাঁদের কোনও সমস্যা আছে কিনা।
আরও পড়ুন: https://tribetv.in/2-arrested-in-murder-of-a-minor-girl-in-basanti/
অন্যদিকে, সোমবার মালদহ পৌঁছে ইংরেজবাজারে দুলাল সরকারের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর স্ত্রী চৈতালিকে দায়িত্ব দিয়েছিলেন, স্বামীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার। মালদহে প্রশাসনকে আরও সতর্ক থাকার বার্তাও দেন তিনি। বলেন,”অপরাধী বেঁচে গেলে আরও অপরাধ বাড়বে। আমরা সবাই তোমার সঙ্গে আছি।” প্রয়াত বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারকে বার্তা মুখ্যমন্ত্রীর। বোনেদের উপর অত্যাচারী মাফিয়াদের সমাজে জায়গা নেই। যাঁরা ভালো করে কাজ করে তারাই আমার স্বর্গ বলেও জানান তিনি (Mamata Banerjee News)।
আরও পড়ুন: https://tribetv.in/mamata-banerjee-worried-about-sanjay-roy-getting-parole/
কিছুদিন আগে ইংরেজবাজারে প্রকাশ্যে দিবালোকে শ্যুটআউটে খুন হন দুলাল সরকার। ঘটনায় পুলিশকে দায়ি করে এসপি-কে ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee News)। তাঁর তিরস্কারের পর সক্রিয়তা বাড়ায় জেলা পুলিশ। একে একে ধরা পড়ে দুলালের হত্যাকারীরা। উঠে আসে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। এই পরিস্থিতিতে দলনেত্রীর মালদহ সফর এবং সরকারি পরিষেবার মঞ্চে জেলা নেতৃত্বকে একত্র করে মাফিয়াদের বিরুদ্ধে বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।