ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জমি জবরদখল রুখতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee News)। আগামী ৬ মাসের মধ্যে জমি পুনরুদ্ধার অথবা ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নতুন বছরের শুরুতেই প্রশাসনকে ঝাঁকুনি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)।
বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee News) জানিয়ে দিলেন, নতুন করে যেন জমি জবরদখল না হয়। যেগুলো দখল হয়েছে, তার তালিকা তৈরি করতে হবে। ব্যক্তি মালিকানা বাদে যেগুলি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে সেগুলি থেকে ১০০ শতাংশ ক্ষতিপূরণ নেওয়া হবে। আর যাঁরা জমি জবরদখল করে সেখানে বিল্ডিং গড়ে অন্যকে বিক্রি করে পালিয়ে গিয়েছে, তারা যেখানেই থাকুক না কেন ধরে আনতে হবে। প্রয়োজনে ইডি, সিবিআইয়ের মতো সম্পত্তি ক্রোক করতে হবে।
আরও পড়ুন: https://tribetv.in/festive-mood-at-new-year-people-gather-for-picnic/
আরও পড়ুন: https://tribetv.in/tmc-leader-murder-news-malda-englishbazar/
দ্রুত তালিকা তৈরি করে জুন মাসের মধ্যে এই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এক্ষেত্রে কোনও রাজনৈতিক নেতাকেও যে রেয়াত নয়, সেই কড়া নির্দেশও পুলিশকে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee News)। নবান্নের বৃহস্পতিবারের বৈঠক যেন জানান দিলো প্রশাসনিক কর্তাদের কিংবা শাসক দল ঘনিষ্ঠদের দুর্নীতি অপকর্মের দায় মাথায় নেবে না মমতা বন্দ্যোপাধ্যেয়ের সরকার। বার্তা শুধু প্রশাসনের অন্দরকেই না, বার্তা শাসক দলের অন্দরকেও।