Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্য প্রশাসনের বিভিন্ন (Mamata Banerjee) ক্ষেত্রে সাফল্য ও উদারতাকে সামনে রেখে ফের আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বাংলার উন্নয়নের মডেলই আজ দেশের সামনে উদাহরণ। একদিকে শিক্ষাক্ষেত্রে বিপুল পরিমাণ বিনিয়োগ, অন্যদিকে দারিদ্র দূরীকরণে নজরকাড়া অগ্রগতি-সব মিলিয়ে তাঁর বার্তা, “আমরা কাজ করি, শুধু কথা বলি না।”
স্কলারশিপ, স্মার্ট কার্ড (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “আমরা ইতিমধ্যেই ৪ কোটি ৫৬ লক্ষ (Mamata Banerjee) স্কলারশিপ প্রদান করেছি। UGC যেখানে অনুদান বন্ধ করে দিয়েছে, সেখানে আমরা আমাদের গবেষকদের আর্থিক সহায়তা দিয়ে চলেছি।” বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রাজ্যপালের নিযুক্ত উপাচার্য গবেষণার টাকা বন্ধ করেছিলেন। আমরা খবর পেয়েই সঙ্গে সঙ্গে তা চালু করেছি। কারণ, আমরা জানি কার কোথায় দরকার।” শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের প্রসঙ্গে মমতা বলেন, “৫ হাজার কোটি টাকা খরচ করে ৫৩ লক্ষ ছাত্রছাত্রীকে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। আর পরিকাঠামো উন্নয়নে খরচ হয়েছে ৬৯ হাজার কোটি টাকা।” তাঁর দাবি, শিক্ষাক্ষেত্রে এই রাজ্য আজ দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে।

মেধার সংজ্ঞা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, মেধা শুধু পরীক্ষার নম্বরেই সীমাবদ্ধ (Mamata Banerjee) নয়। “যে মাঠে ধান ফলায়, যে তাঁত বোনে, যে গানের সুর তোলে বা সিনেমায় অভিনয় করে-তারাও মেধাবী। বাংলায় প্রতিটি ক্ষেত্রেই আমরা মেধার মূল্য দিই।”
দারিদ্র হ্রাসে নজির
সরকার গঠনের পর থেকে রাজ্যে দারিদ্র দূরীকরণে বড়সড় অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। “২০১১ সালের পর রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণ। ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে ১ কোটি ৭২ লক্ষ মানুষ দারিদ্রসীমার ঊর্ধ্বে উঠেছেন। এখন সেই সংখ্যা ২ কোটিরও বেশি। এটা ভারতের মধ্যে সর্বোচ্চ।”
আরও পড়ুন: Ranojoy-Shyamoupti: গণেশের আশীর্বাদে একসাথে রণজয়-শ্যামৌপ্তি , জোরালো প্রেম গুঞ্জন
স্মৃতির পাতায় ডুব
নিজের ছাত্রজীবনের কথা উল্লেখ করে মমতা বলেন, “আমি কলেজে থাকাকালীন DFO-র বিরুদ্ধে আন্দোলন করেছি। তৃণমূল ছাত্র পরিষদ তখন ছিল না। বক্তৃতা দিতে আমাকেই ডাকা হতো। বাইরেও গিয়েছি। আমি দেশের প্রতিটি প্রান্ত ঘুরেছি। আমার মতো কেউ এই দেশটাকে বোঝে না, ভালোবাসেও না।”