Last Updated on August 14, 2025 by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা ভোটের মুখে (Mamata Banerjee) কন্যাশ্রী প্রকল্পকে ঘিরে বড় পরিকল্পনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরে কন্যাশ্রী প্রকল্পে উপভোক্তার সংখ্যা ১ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিল রাজ্য সরকার। আর সেই লক্ষ্যে পৌঁছলে আয়োজন হবে ‘বিশেষ উদ্যাপন’-এমনটাই জানান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, “১ কোটি ছাত্রী কন্যাশ্রীর আওতায় এলে আমরা তার জন্য স্পেশাল সেলিব্রেশন করব।”
মুখ্যমন্ত্রীর বক্তব্য (Mamata Banerjee)
২০১৩ সালে শুরু হওয়া কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই রাজ্যে ৯৩ লক্ষের বেশি ছাত্রীর জীবনে পরিবর্তন এনেছে (Mamata Banerjee)। স্কুলছুট কমেছে চোখে পড়ার মতো। মমতা জানান, “২০১১-১২ সালে প্রাথমিক স্তরে স্কুলছুটের হার ছিল ৪.৭৫ শতাংশ, এখন তা শূন্য। মাধ্যমিক স্তরে ১৬.৩২ থেকে কমে হয়েছে ২.০৯ শতাংশ, উচ্চমাধ্যমিকে ১৫.৪১ থেকে নেমে এসেছে ৩.১৭ শতাংশে।”
নিজের ফেরার ইঙ্গিত! (Mamata Banerjee)
তবে কেবল সংখ্যাতত্ত্ব নয়, অনেকে মনে করছেন, এই প্রকল্পকে ঘিরে রয়েছে রাজনৈতিক বার্তাও (Mamata Banerjee)। কারণ, ২০২৬ সালের ভোটের পরে এই ‘বিশেষ উদ্যাপন’ করার কথা বলে কার্যত নিজের ফেরার ইঙ্গিতই দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এদিনের অনুষ্ঠানে মমতা আরও জানান, কন্যাশ্রীর পাশাপাশি সবুজসাথী, তরুণের স্বপ্নের মতো প্রকল্পগুলিও রাজ্যে ছাত্রছাত্রীদের জীবন বদলে দিচ্ছে। এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষ সাইকেল বিতরণ করেছে সরকার। এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় ৪৮০০ কোটি টাকা। কন্যাশ্রীতে ইতিমধ্যে ১৭ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Kolkata Metro Rail: পুজোর আগে মোদীর ‘মেট্রো উপহার’, জোরকদমে প্রচার বিজেপির
কন্যাশ্রীর জয়গান
কন্যাশ্রী প্রকল্পে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের মেয়েদের যুক্ত করার পিছনের যুক্তিও ব্যাখ্যা করেন মমতা। তিনি বলেন, “বাবা-মা অনেক সময় মেয়েদের উপর বিয়ের চাপ দেন। তাই উচ্চশিক্ষার স্তরেও কন্যাশ্রী সুবিধা থাকা জরুরি ছিল।” বর্তমানে কলেজে কন্যাশ্রী-২, বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী-৩ এবং উচ্চশিক্ষার জন্য রয়েছে ১০ লক্ষ টাকার স্মার্ট কার্ড।